আপনি যদি সম্প্রতি ফেসবুক এর বার্থডে চেইঞ্জ করে থাকেন তবে আপনি ৬০ দিন এর আগে পুনরায় চেইঞ্জ করতে পারবেন না । আমি আপনাদের আজ দেখাব কিভাবে ৬০ দিন এর আগে বার্থডে চেইঞ্জ করা যায় ।
আপনি যদি আপনার ফেসবুক এর বার্থডে চেইঞ্জ করতে চান তবে প্রথমে ফেসবুক এ ঢুকে আপনার আইডি তে লগইন করুন, তারপরhttps://www.facebook.com/help/contact/233841356784195 এ যান, তারপরের পেজ এ date, month, year সব কিছু ঠিক ঠাক মত দিয়ে Reason for this change এ লিখুন i incorrectly changed it and i want to change it again তারপর send বাটন এ ক্লিক করুন, কাজ শেষ।
এখন আপনার আইডি তে ঢুকে about চেক করে দেখুন বার্থডে চেইঞ্জ হয়ে গেছে.. সবাই ভাল থাকবেন, কোন সমস্যা হলে কমেন্ট করবেন... ধন্যবাদ
 
Top