আমরা সাধারণত অনেক সময় ISO নামক একটি ফাইল দেখি যা কিনা বুটেবল ডিস্ক থেকে ইন্সটল করতে হয় যেমন গেমস , অপারেটিং সিস্টেম, লিনাক্স , উইন্ডোজ ইত্যাদি ।
তা আসুন দেখি নি কিভাবে একটি সফটওয়্যার দিয়ে বুটেবল পেনড্রাইভ! বানাবেন! যার ফলে আপনার নতুন করে কোন ডিভিডি সিডি BURN করতে হবে না !
সফটওয়্যারটির নাম Rufus ফ্রি সফটওয়্যার ইজিলি কাজ করা যাবে!
>> Download <<
ডাউনলোড করার পর নামিয়ে ইন্সটল করুন তারপর একটি পেনড্রাইভ প্রবেশ করান মিনিমাম ৮ GB হলে ভালো তবে ৪ জিবি শুধু মাত্র ৩২ বিট উইন্ডোজ সেটআপ জন্য । ৬৪ বিটের জন্য নিম্মে ৮ জিবি হতে হবে ।এইরকম একটি বোর্ড আসবে তারপর আপনাকে যা করতে হবে । স্টার্ট ক্লিক করার সাথে সাথে পেনড্রাইভ বুট হয়ে যাবে ! আর ISO Image ক্লিক করে আইএসও (ISO) ফাইলটি সিলেক্ট করুন। তারপর ২০ - ৩০ মিনিট সময় লাগবে । আপনার পেনড্রাইভ ফরমেট হয়ে যাবে আর তাই পেনড্রাইভে কোন ফাইল রাখবেন না ।
তারপর এক সময় বুট করা শেষ হলে ব্যবহার করুন এই ভাবেই যে কোন ISO ফাইল কে !
আমার লেখা নিয়ে যেকোন মতামত , কমেন্ট আশা করছি
আমার ফেসবুক লিংক ভালো থাকবেন সবসময় ।
আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে
আমার আরও লেখা পাবেন এখানে
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন