এর আগের পোস্টেই দেখিয়েছিলাম কিভাবে আপনি খুব সহজে ঘরে বসে ল্যাপটপ স্ট্যান্ড বানাতে পারেন। একইভাবে আপনি আপনার ট্যাব/ আই প্যাড এর স্ট্যান্ডও বানাতে পারেন। তবে ট্যাবের স্ট্যান্ড আপনি সহজেই ঘরের কিছু জিনিস দিয়ে বানাতে পারেন।

১. ১ টি কার্ডবোর্ড
২. ছুরি অথবা পেপার কাটার।
৩. আইকা অথবা সুপার গ্লু জাতীয় আঠা।


প্রথমেই একটি কাগজে চিত্র ১ এবং চিত্র ২ এেঁকে নিন। তারপর চিত্র ১ টি কার্ডবোর্ডএর উপর রেখে পেপার কাটার দিয়ে কেটে নিন। একইভাবে চিত্র ২ টি কার্ডবোর্ডএর রেখে কেটে নিন। তারপর কার্ডবোর্ডএর দুইটি অংশ ভাঁজ করে নিন।

এবার কার্ডবোর্ড একটি অংশ আর একটির উপর বসিয়ে চাপ দিন।

বেশি স্থায়িত্বর জন্য কার্ডবোর্ডএর জোড়াতে আঠা ব্যবহার করুন। হয়ে গেল ট্যাবের স্ট্যান্ড। এভাবে তৈরি করা স্ট্যান্ডে আপনি আপনার ট্যাব দুইভাবে রাখতে পারেন। আপনি আপনার ট্যাব/ আই প্যাড এর সাইজ অনুযায়ী স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন। সামনে আমি আপনাদের আরও ট্যাব/ আই প্যাড স্ট্যান্ড এর ডিজাইন দেখাব যা আপনারা আপনাদের ঘরের জিনিস দিয়েই বানাতে পারেন।
1 comments:
ভাই পোস্ট তা দেওয়ার আগে কি এর লেখক এর অনুমতি নিয়েছিলেন?
আর এই পোস্ট তা কথেকে সংগৃহীত তাও ত উল্লেখ করলেন না।
এই ভাবে কি কনটেন্ট কপি/পেস্ট করা ঠিক?
http://soukhin.com.bd/?p=343
লিঙ্ক তা দেখেন এই পোস্ট টা কোন সাইট এ প্রকাশিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন