বর্তমান যুগের চাহিদা পূরণে ইন্টারনেট বা ওয়েবসাইটের গুরুত্ব অপরিসীম। যদিও বাংলাদেশের সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারে না। তবে, যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা এর গুরুত্ব ঠিকই আন্দাজ করতে পারেন।
যা হোক আজ প্রথম টেকটিউনস এ পোষ্ট করতে যাচ্ছি, কি ভাবে একদম ফ্রি তে আনলিমিটেড হোষ্টংয়ে জুমলা বা ওয়ার্ডপ্রেস দিয়ে নিজের মনের মতো একটি ওয়েব সাইট তৈরী করা যায় । লিখতে চাচ্ছি অনেক কিছুই, কিন্তু লেখার মধ্যে তা প্রকাশ করতে পাচ্ছি না। নতুন হিসেবে ভুল-ভ্রান্তি হতেই পারে লেখার মধ্যে। দয়া করে কেউ শিক্ষকের দৃষ্টিতে দেখবেন না।
শুরুতেই বলি ওয়েবসাইটে কি কি সুবিধা পাবেন।
১. আনলিমিটেড হোস্টিং স্পেস
২. পুরোটা-ই ফ্রী
৩. একটি সাবডোমেইন
৪. সি-প্যানেল
৫. জুমলা, ওয়ার্ডপ্রেস, দ্রুপাল ইত্যাদি যেকোন ভার্সন অটো এবং অনলাইন ইন্সটল।
৬. ওয়েব মেইল
৭. সম্পূর্ণ এ্যাড মুক্ত
এবার শুরু করা যাক! এই http://www.nazuka.net লিংকে ক্লিক করে ওয়েব সাইটে ঢুকুন। তারপর নিচের ছবিতে লাল কালার দ্বারা চিহ্নিত স্থানে ক্লিক করে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করুন।
এরপর নিচের ছবির মতো পেইজ আসলে ঘরগুলো উপযোক্ত তথ্য দিয়ে ভরাট করুন।
এরপর নিচের ছবির মতো সবগুলো ঘরে তথ্য দিয়ে পুরণ করার পর খুব সতর্ক ভাবে ’ক্যাপচা’ এর কাজ কম্প্লিট করুন। তারপর রেজিস্টার বাটন চাপুন।
রেজিস্ট্রেশন শেষ হলে নিচের মতো পেইজ আসবে। উপরের ঘরে যে ইমেইল অ্যাড্রেস দিয়েছেন তা চেক করতে বলছে। অর্থাৎ, আপনার ই-মেইলে একটা কনফারমেশন ম্যাসেজ আসবে।
আপনার ইমেইল ইনবক্সে যান। এরপর Client Sign Up Confirmation ম্যাসেজটিতে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন।
নিচের ছবির এ্যাক্টিভেশন লিংকে ক্লিক করুন।
Hosting plan এ Unlimited Free Hosting রেখে লাল চিহ্নিত স্থানে ক্লিক করার দ্বারা একটি হোস্টিং একাউন্ট ক্রিয়েট করুন।
নিচের ছবির মতো করে একাউন্ট তৈরী করুন। সাবডোমেইনের স্থানে যে নামে ওয়েব সাইট বানাতে চাচ্ছেন সেটা লিখে দেন। এবং ডান সাইটে নিল কালি দ্বারা চিহ্নিত স্থানে ক্লিক করে সাবডোমেইনের শেষ টা কেমন হবে সিলেক্ট করে দিন। যেমন আমি ডোমেইনের জায়গায় Techtunes লিখেছি। এবং ড্রপডাউন মেন্যু থেকে nazuka.net সিলেক্ট করেছি। এখন আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছেhttp://Techtunes.nazuka.net
সবকিছু ঠিক থাকলে নিচের ছবি অনুসরণ করুন
ব্যাস হয়ে গেল আপনার ফ্রি হোস্টিং একাউন্ট। এখন নিচের ছবির চিহ্নিত স্থানে ক্লিক করে সোজা সি-প্যানেলে চলে যান।
এখন আপনি Unlimited Hosting এর মালিক হয়ে গেলেন। এবার দেখব কিভাবে অনলাইনে জুমলা ইন্সটল করব। সি-প্যানেল থেকে স্ক্রল করে নিচের দিকে আসুন। নিচের ছবি অনুসরণ করুন।
নিচের মতো পেজ আসলে জুমলার লিংকে ক্লিক করুন।
ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জুমলা একাউন্ট খুলুন। মনে রাখবেন পরবর্তীতে আপনার ওয়েবসাইটে এ্যাডমিন হিসেবে লগিন করতে এই ইউজারনেম এবং পাসওয়ার্ লাগবে।
হয়ে গেল Joomla 1.7.3 Version ইন্সটল। যদি জুমলার লেটেস্ট ভারসন ব্যাবহার করতে চান, তাহলে কমেন্ট করে উৎসাহ দিবেন, পরবতী টিউটোরিয়ালে দেখাব।
যা হোক নিচের ছবিতে আপনার দেখতে পাচ্ছেন তা সদ্য চালু হওয়া ওয়েবসাইটের পুরণ ডিটেল্স
এছাড়াও সরাসরি ঢুকতে আপনার ডোমেইনের শেষে /administrator লিখে এন্টার চাপুন।
লগিন করুন জুমলার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ।
এটা আপনার এ্যাডমিন প্যানেল। এখান থেকে আপনি আপনার পুরা ওয়েবসাইটের কল-কাঠি নারতে পারেন।
আপনার ওয়েবসাইটের ঠিকানা http://youradmin.nazuka.net এখানে গেলে আপনার হোমপেজ দেখা যাবে।
হয়ে গেল আপনার কাঙ্খিত ওয়েবসাইট। আজ এ পর্যন্তই। ভালভাবে হয়তো বুঝাতে পারিনি এই জন্য আমি দুঃখিত। তবে আপনাদের ভাল লাগলে কমেন্ট করবেন। আপনাদের সাড়া পেলে সামনে আরো পোষ্ট করবো ওয়েব সাইটে কিভাবে জুমলার লেটেষ্ট ভার্সন বা ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায় । বা কিভাবে মানেজম্যান্ট করবেন ইত্যাদি। সবাই ভাল থাকবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন