আসসালামু আলাইকুম ।
কিন্তু অনেকদিনে মাথায় অনেক জং ধরে গেছে ।তাই তেমন কোন অসাধারন টিপস দিতে পারছি না ।
সাধারন কিছু নিয়েই এলাম । আজকে আমরা দেখবো কিভাবে সফটওয়্যার ছাড়াই রার/জিপ ফাইলের পাসওয়ার্ড রিকভারি করা যায় ।
আমরা অনেকেই পাসওয়ার্ডওয়ালা জিপ/রার ফাইল নিয়ে সমস্যায় পড়ি মাঝে মাঝে ।
পাসওয়ার্ড উদ্ধার করতে নানা সফটওয়্যারের সাহায্য নিই ।কিন্তু এ জটিল কাজটি আপনি কোন রকম জটিলতা ছাড়াই সিম্পল একটি নোটপ্যাড ট্রিকসের মাধ্যমে করতে পারেন ।
তাহলে আর কি দরকার আজ্যাইরা রিকোভার সফটওয়্যারের ? 

তাহলে আসুন কাজ শুরু করি -
প্রথমে নোটপ্যাড খুলুন-
নিচের কোডটি কপি পেস্ট করুন নোটপ্যাডে-
REM ==================================================
REM www.pchelplinebd.com
@echo off
color B
title Rar Password Cracker By pchelplinebd.com
mode con: cols=47 lines=20
copy "C:\Program Files\WinRAR\Unrar.exe"
SET PASS=0
SET TMP=TempFold
MD %TMP%
:RAR
cls
echo ----------------------------------------------
echo GET DETAIL
echo ----------------------------------------------
echo.
SET/P "NAME=Enter File Name : "
IF "%NAME%"=="" goto NERROR
goto GPATH
:NERROR
echo ----------------------------------------------
echo ERROR
echo ----------------------------------------------
echo Sorry you can't leave it blank.
pause
goto RAR
:GPATH
SET/P "PATH=Enter Full Path : "
IF "%PATH%"=="" goto PERROR
goto NEXT
:PERROR
echo ----------------------------------------------
echo ERROR
echo ----------------------------------------------
echo Sorry you can't leave it blank.
pause
goto RAR
:NEXT
IF EXIST "%PATH%\%NAME%" GOTO SP
goto PATH
:PATH
cls
echo ----------------------------------------------
echo ERROR
echo ----------------------------------------------
echo Opppss File does not Exist..
pause
goto RAR
:SP
echo.
echo Generating Password...
echo.
:START
title Cracking Password...
SET /A PASS=%PASS%+1
echo %RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%
UNRAR E -INUL -P%PASS% "%PATH%\%NAME%" "%TMP%"
IF /I %ERRORLEVEL% EQU 0 GOTO FINISH
GOTO START
:FINISH
RD %TMP% /Q /S
Del "Unrar.exe"
cls
title Password Found
echo ----------------------------------------------
echo CRACKED
echo ----------------------------------------------
echo.
echo PASSWORD FOUND!
echo FILE = %NAME%
echo CRACKED PASSWORD = %PASS%
echo this cracker created by KHALED MAHMUD KHAN
echo all rights reserved by www.pchelplinebd.com
pause>NUL
exit
REM ==================================================
File/Save as অপশনে গিয়ে Crack Pass Recover.bat নামে ফাইলটি সেভ করুন-
হয়েছে ।ঠিক এরকম-

হহহ
Enter Full Name অংশে আপনার পাসওয়ার্ড দেয়া রার/জিপ ফাইলটির নাম লিখুন সঠিক বানানে ।
যেমন আমি এখানে যে ফাইলটির পাসওয়ার্ড উদ্ধার করবো তার নাম Hiren Boot CD
এরপর ইন্টার চাপুন ।
Enter Full Path অংশে ফাইলটির লোকেশন দেখিয়ে দিন ।যেমন আমার ফাইলটি ছিলো সি ড্রাইভে ।
তাই লোকেশন হয়েছে C:/
লোকেশন দেখিয়ে ইন্টার চাপুন ।এখন একটু ওয়েট করুন ।এরকম একটি স্কীন আসবে -

Password Found ! আইমিন পাসওয়ার্ডটি পাওয়া গেছে 

দেখলেন তো কত সহজে হয়ে গেলো 

যারা এতসব গুতাগুতি আইমিন নোটপ্যাডে কাজ করার মত কষ্টটুকটু করতে চান না তাদের জন্য
ফাইলটি আপলোড করে দিলাম । এখানে ক্লীক করে নামিয়ে নিন
আজ এ পর্যন্তই ।কেমন লাগলো জানাবেন ।
পরিশেষে ,
বেশ কয়েকমাস আগে আমার বাবা মারা গেছেন ।
তারপর থেকে আমি অনলাইন জগতের বাইরেই আছি ।
কোন কিছুই আর আগের মত ভাল লাগে না ।এই যে আজ লিখতে বসলাম সেটাও নাসির ভাইয়ের অনরোধেই ।
ভালোই লাগলো ।কিছুটা সময় তো মনটা অন্যদিকে দিতে পারলাম ।
যদি কোন ভুল হয়ে থাকে মাফ করবেন ।
একটা সময় অনেকদিন ধরে আমিই ছিলাম পিসি হেলপলাইনের সেরা লেখকের তালিকায় ।
বলা যায় তখন তেমন কম্পিটিশনই ছিলো না ।এখন যে আর সেরার দৌড়ে যেতে পারবো না সেটা আমার বোঝা হয়ে গেছে ।কারন এখনকার সবাই এত ভালো লেখে যে তাদের কাছে আমি কিছুই না ।
সবাইকে ধন্যবাদ । ভালো থাকবেন ।আল্লাহ হাফেজ ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন