
যেভাবে নতুন পাসপোর্ট বানাবেনঃ
প্রথমে পাসপোর্ট অফিস থেকে অথবা এখান থেকে ফরম সংগ্রহ করুন। নতুন একটি পাসপোর্ট বানানোর ক্ষেত্রে আপনাকে মোট তিনটি ফরম পূরণ করতে হবে। প্রত্যেক ফরমে আপনার ছবি আঠা (আইকা) দিয়ে লাগাতে হবে। মনে রাখবেন ভুলেও ষ্ট্যাপল করতে যাবেন না। ছবির উপরে এবঙ ফরমে অবস্থিত নির্দিষ্ট স্থানে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়ন করতে হবে। আর হ্যা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম সনদের ফটোকপি অবশ্যই লাগবে। এরপর ব্যাংকে টাকা জমা দিতে হবে। সাধাণত ১ মাসে পাসপোর্ট পাওয়ার জন্য ৩ হাজার টাকা এবং জরুরিতে মানে ১ সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেতে ৬ হাজার টাকা জমা দিতে হবে। টাকা জমার মূল রশিদ ফরমের সাথে জমা দিতে হবে। এছাড়া আপনি আপনার সুবিধার্থে টাকা জমা দেওয়ার রশিদটির ফটোপকপিও সংরক্ষণ করে রাখতে পারেন।
এবার ফরম ও টাকা জমা দেওয়ার রশিদ সহকারে পাসপোর্ট অফিসে যান। আপনার তিনটি ফরম সম্পূর্ণ প্রস্তুত এটা নিশ্চিত হলে লাইনে দাড়ান। এরপর একজন কর্মকর্তাকে দিয়ে ফরমটি অনুমোদন করাবেন। তারপর কম্পিউটার এন্ট্রির কাজ শেষ হলে কাউন্টার থেকে রশিদ সংগ্রহ করুন এবং ছবি তোলার উদ্দেশ্যে ছবি তোলার রুমে যান। আপনার রশিদটি চেক করুন। যদি কোন অংশে ভুল থাকে তাহলে ছবি তোলার রুম থেকেও তা আবার সংশোধন করতে পারবেন। এরপর থানা ও এসবি অফিসের কর্মকর্তার অনুসন্ধান রিপোর্ট পাসপোর্ট অফিসে যাওয়ার পর রশিদে উল্লেখিত সময়ে একই অফিস থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করুন। আপনার রশিদে উল্লেখিত নম্বরে এসএমএস করেও আপনার পাসপোর্টের অগ্রগতির খোঁজ খবর জানতে পারবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন