আপনারা যারা কম্পু ব্যবহার করছেন তারা সবাই জানেন যে কম্পুর পারফরমেন্স প্রায় অনেকটাই এটার র‌্যামের উপর নির্ভর করে। এবং আপনারা এটাও জানেন যে একটি ৪ জিবি এবং একটি ৪ জিবি পেনড্রাইভের মধ্যে দামের পার্থক্য কতটুক।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পেনড্রাইভ টিকে র‌্যাম হিসেবে ব্যবহার করবেন। ট্রিক অনেক সোজা। তাহলে এবার আমার সাথে সাথে আপনি ও আপনার পেনড্রাইভ টিকে বানিয়ে ফেলুন আপনার কম্পুর র‌্যাম।
যেভাবে পেনড্রাইভ কে র‌্যাম হিসেবে ব্যবহার করবেনঃ
প্রথমে এখানে eBoostr সফটওয়ারটি ডাউনলোড করে নিন
এবার সফটওয়ারটি আপনার কম্পুতে ইন্সটল করুন।
ইন্সটিল করার পর নিচের ছবির মত দেখতে পাবেন
ebosstr১
ওখান থেকে Reboot now নির্বাচন করে Finish করুন। এবার আপনার কম্পু টি Restart হওয়ার পর নিচের ছবির মত দেখতে পাবেন
ebosstr2
এটা সফটওয়ারটির ট্রায়াল ভার্সন এবং এটির ট্রায়াল পিরিয়ড ও খুব ই সিমিত সময়ের জন্য, এখান থেকে Continue নির্বাচন করুন। এর নিচের ছবির মত দেখতে পাবেন
ebosstr3
Yes নির্বাচন করুন, এবং আপনার পেনড্রাইভ টি ফরমাট দিয়ে ইউ এস বিতে প্রবেশ করান। তারপর নিচের ছবির মত দেখতে পাবেন।
ebosstr4
ওখান থেকে Detect and use hidden system memory মার্ক করে Next করুন। তারপর নিচের ছবির মত দেখতে পাবেন।
ebosstr5
এখান থেকে Next নির্বাচন করুন, তারপর নিচের ছবির মত দেখতে পাবেন
ebosstr6
এখান থেকে আপনার পেনড্রাইভ টি মার্ক করে Next করুন। তারপর নিচের ছবির মত দেখতে পাবেন
ebosstr7
এখান থেকে Build cache now মার্ক করে Finish করুন।
এবার নিচের Toolbar থেকে eBoostr আইকনে ডাবল ক্লিক করে নিচের ছবির মত দেখতে পাবেন।
ebosstr8
ebosstr9
হুম, হয়ে গেলো, আমি আমার কম্পুতে পেনড্রাইভ কে র‌্যাম হিসেবে ব্যবহার করছি, আপনি ও করতে পারেন। কেমন লাগলো জানাবেন।
 
Top