আসসালামু আলাইকুম
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।
চলে এসেছে ১৪৩৬ হিজরী সন।
চলছে মহররম মাস
এই মহররম মাসের ১০ তারিখকে ধরা হয় আশুরা।
এই আশুরা নিয়ে আপনাদের নিকট একটি বই পেশ করতে যাচ্ছি।
সংক্ষিপ্ত বর্ণনাঃ বইটিতে আশুরা ও কারবালা অর্থ, ফজিলত, রোজা রাখার নিয়ম, বিধান, কারবালার মর্মান্তিক ইতিহাস, কারবালা কেন্দ্রিক বিদাত, কুসংস্কার ও মিথ্যা কেচ্ছা-কাহিনী, কারবালা ও কিছু জাল-য‘য়ীফ হাদীস সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসাকরি বইটি আমাদের সকল পাঠকদের অনেক উপকারে আসবে।
  • পড়ার সুবিধার্থে সূচিপত্রে ইন্টারএকটিভ লিঙ্ক যুক্ত করা হয়েছে

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 
Top