..:: আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ::..
..:: আজ আপনাদের মাঝে এলাম শর্টকাট ভাইরাস থেকে আপনার Pendrive কে মুক্ত রাখার দুইটা উপায় নিয়ে। ::..
-----
যখনই আপনি আপনার পেন্ড্রাইভ কম্পিউটারে ঢুকাবেন সাথে সাথে সব গুলো ফাইল শর্টকাট হয়ে যাবে। এই শর্টকাট ফাইল গুলোকে ফিরিয়ে পাবার অনেক গুলো নিয়ম আছে যার একটি সহজ নিয়ম আমি নিচে উল্লেখ করব এবং একটি মজার ট্রিক্স ও বলে দেব এই ভাইরাস থেকে বাচার জন্য।
সর্টকাট ভাইরাস যা আপনার Pendrive , পিসি, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড বা মোবাইল ফোন কে কিছু বেনামী ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত করে , এবং আপনি শর্টকাট ক্লিক দুবার, এটি একটি নতুন উইন্ডোতে একই ফোল্ডার খুলবে। এটি ফাইলের Attribute পরিবর্তন করে এবং ফাইলের Location (পথ) পরিবর্তন করে ফলে ফাইল টি হাইড / অদৃশ্য করে এবং ফাইলটির একটি ফেইক শর্টকাট তৈরি করে। যার ফলে ঐ ফোল্ডার ড্রাইভেই থেকে কিন্তু আমরা এটি খুলতে পারি না ।
পিসিতে অ্যান্টিভাইরাস থাকার পর ও এই সমস্যা দেখা যায়, তবে যারা এন্টিভাইরাস কিনে ব্যবহার করেন তারা সাধারনত এই সমস্যায় পড়েন না ।
=================
দুইটি পদ্ধতিতে করা যায়ঃ
=================
১) সফটওয়্যার ইনষ্টল করে সমাধান স্থায়ী ।
২) সফটওয়্যার ছাড়া পেনড্রাইভের সর্টকাট ভাইরাস সমাধান।
দুইটি পদ্ধতি নিচে আলোচনা করা হলোঃ
১) সফটওয়্যার ইনষ্টল করে সমাধান স্থায়ী ।
সমাধান স্থায়ী ঃ এটি স্থায়ী হলেও সময় সাপেক্ষ ।
মূলত যেসব অ্যান্টিভাইরাস অ্যান্টি- ম্যালওয়্যার এর থেকে প্রোটেকশন দেয় সে সব এর যে কোন একটি ডাউনলোড দিয়ে ব্যবহার করুন ।
------------------
বা আপনার পছন্ধের ম্যালওয়্যার প্রটেকশন ব্যবহার করুন । AVG antivirus free , Kaspersky ইত্যাদি ।
২) সফটওয়্যার ছাড়া পেনড্রাইভের সর্টকাট ভাইরাস সমাধান।
========================================
অস্থায়ি কিন্তু দ্রুত সমাধানঃ
কোন ডাউনলোড বা ইন্সটল লাগে না ;) ।. এটাও জেনে রাখা জরুরী – কারন আপনি তো পাবলিক পিসি তে আর এত সময় পাবেন না।
যদি আপনি Pendrive Shortcut problem বা এর সমাধান লিখে গুগলে সার্চ দেন তাহলে আপনি কম্যান্ড প্রমট দ্বারা এই সমাধান পাবেন – যদিও এটা অস্থায়ী সমাধান । পিসি রিস্টার্ট দিলে আবার আগের মতো হয়ে যাবে ।
Start -> All Programs-> Accessories -> command prompt.
Shortcut KEY win-key+R.
এবার Pen Drive এর পাশে প্রথম বন্ধনীর মধ্যে যে অক্ষর লেখা ( ) আছে সেটা দেখে নিন ।
Type This Command:
Del *.link
And Press Enter.
Type attrib -h -r -s /s /d p:\*.*
আপনি P এর পরিবর্তে Pen Drive এর পাশে প্রথম বন্ধনীর মধ্যে যে অক্ষর লেখা ( ) আছে সেটা লিখুন মানে Drive Letter টি ।
Enter চাপুন।
আশা রাখি আপনার সমস্যার সমাধান হবে ।
Screen Shot গুলা না দিতে পারার জন্যে আমি দুঃখিত :(
------
কোন কিছু যদি ভুল করে থাকি অবশ্যই টিউমেন্ট এ জানাবেন।
 
Top