এবার  অসাধারন স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে  ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্স নির্মাতা প্রতিষ্ঠান ‘মজিলা’।
স্মার্টফোনটির দাম ধরা হয়েছে  ২৫ ডলার। যে মূল্য কিনা সবার এ হাতের নাগালে।
তবে স্মার্টফোনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
মজিলা জানিয়েছে, এ স্মার্টফোনটি এন্ট্রি-লেভেল ফোনের মার্কেটকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। বিশেষ করে অ্যাপলের আইফোন বা স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোনের মতো উচ্চদামের ডিভাইস কেনার সামর্থ্য নেই যাদের, তাদের কাছে এ ফোনটি খুবই সমাদৃত হবে। এ ফোনটি মজিলার নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম দ্বারা চলবে।
স্মার্টফোনটি নির্মাণ করার জন্য মজিলা একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। স্প্রেডট্রাম নামে সেই চীনা প্রতিষ্ঠানটি প্রধানত কমদামের চিপ তৈরি করে।
মজিলার স্মার্টফোনটি অনেক দামি স্মার্টফোনের মতো শক্তিশালী না হলেও এতে অ্যাপ চালানো যাবে ও মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাবে। বিশ্লেষকরা জানাচ্ছেন, যারা কমদামের স্মার্টফোন ব্যবহার করে তাদের জন্য একটি ভালো বিকল্প হবে এ ফোনটি। কারণ কমদামি ফিচার ফোন উন্নয়নশীল দেশগুলোতে খুবই জনপ্রিয়। এগুলো দামি স্মার্টফোন ও সাধারণ ফোনের মাঝামাঝি।
মজিলা আশা করছে তারা এ ফোনটির মাধ্যমে উন্নয়নশীল দেশের বাজার ধরতে পারবে। এ বাজার ধরার জন্য বর্তমানে বিশ্বের সব বড় বড় নির্মাতারা চেষ্টা করছে।
 
Top