কেমন আছেন সবাই?আশাকরি ভাল!আমি কিন্তু তেমন একটা ভাল নেই কারণ গত দুমাস বিদ্যুতের সমস্যার কারণে পিসিতে বসতে পারিনা সব কার্যক্রম বন্ধ আর জানিও এর সমাধান কবে হবে।
যাহোক,প্রথমেই বলে রাখি ইলেকট্রনিকসে আমার জ্ঞান শূন্যের কাছাকাছি।তাই ভূল ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমি আপনাদের সাথে একটা LED সার্কিট শেয়ার করব যেটা আমি আমার এক শ্রদ্ধেয় বড় ভাই এর কাছ থেকে পেয়েছি।
সার্কিটের বৈশিষ্ট্য
- কোন ট্রান্সফরমারের ব্যাবহার নেই।
- Ac 220v বিদ্যুতে চলতে সক্ষম।
- 25-30 টা LED ব্যাবহার করলে প্রায় 25 ওয়াটের এনার্জি সেভিং লাইটের মত আলো পাবেন।
- Ac বিদ্যুতে ভোল্টেজ কম থাকলেও LED ফুল ব্রাইট নিয়ে জ্বলবে।
- কম এনার্জি খরচ করে।
- LED ছাড়া সার্কিট তৈরীতে খরচ পড়বে 12-15 টাকা।
তাহলে চলুন শুরু করা যাক।
সার্কিট টি তৈরী করতে চাইলে নিচের কম্পোনেট গুলো ম্যানেজ করুন।
- 220n 400V এর ননপোলারিষ্ট ক্যাপাসিটর 1 টি।
- 220uf 100v (100v না পেলে 50v তে কাজ হবে) এর পোলারিষ্ট ক্যাপাসিটর 1 টি।
- 1N4007 মানের রেকটিফায়ার ডায়োড 4 টি।
- 390k কোয়াটার ওয়াট মানের রেজিট্যান্স 1 টি।
- সাদা আলোর মাথা কাটা 1/4 ওয়াটের 25 টা LED (আমি ব্যাক্তিগত ভাবে 25 টা ব্যাবহার করেছি।আপনি চাইলে বাড়াতে কিংবা কমাতে পারেন)।
কম্পোনেন্ট গুলোর পর্যায়ক্রমে চিত্র দেখুন।
এবার কম্পোনেট গুলো মোটা কাগজ,ভেরোবোর্ড কিংবা প্লাস্টিক বোর্ডে নিচের চিত্রের মত করে সংযোগ করুন।
আমি সার্কিট টা প্লাষ্টিক বোর্ডে তৈরী করেছি এবং LED গুলো CD তে যুক্ত করেছি।আপনি আপনার সুবিধা মত কাজ করতে পারেন!
সব কাজ ঠিকঠাক ভাবে করে থাকলে সার্কিটে এসি বিদ্যুত প্রবেশ করান।কি দেখছেন?LED গুলো 25 ওয়াটের এনার্জি সেভিং লাইটের থেকে খারাপ জ্বলছে?নিশ্চয় না!আমার গুলো তো যা আশা করেছিলাম তার থেকে বেশীই জ্বলছে।
বিঃদ্রঃ- আমরা যেহেতু হাই ভোল্টেজ নিয়ে কাজ করছি সুতরাং যতটা সম্ভব ঠান্ডা মাথায় কাজ করুন।নতুবা বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে।আর কোন ডাউট থাকলে সেটা আগে ক্লিয়ার করুন।
পূর্বে এখানে প্রকাশিত।ইলেকট্রনিসে আগ্রহ থাকলে যোগ দিতে পারেন বিডি-ইলেকট্রনিসে।
ভাল থাকবেন সবাই।গরমে কম খাবেন আর আমার এলাকার বিদ্যুতের জন্য দোয়া করবেন ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন