বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০১৪

সবচেয়ে জনপ্রিয় ও চমৎকার মেসেঞ্জার- হোয়াট’স অ্যাপ (What’s App)!

সময় পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির উন্নতি হচ্ছে, সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের প্রযুক্তিগত চাহিদারও। ম্যাসেঞ্জারের(Messenger) ক্ষেত্রে ইয়াহু (Yahoo) ছিল প্রথম ও সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বর্তমানে এমনই আরো অনেক অ্যাপ তৈরী হচ্ছে। সেগুলোর মধ্যে ঠিক তেমনই একটি জনপ্রিয় ও আধুনিক একটি অ্যাপ হোয়াট’স অ্যাপ (What’s App)। হোয়াট’স অ্যাপ(What’s App) ব্যবহার করে যা যা করা যাবে:-
১. ফ্রি’তে ছবি (Images), ভিডিও (Video) ও ভয়েস (Voice) ম্যাসেজ সেন্ড করা যায়,
২. ফোনে থাকা ফোনবুকের নাম্বারধারীদের বন্ধু হিসেবে যোগ করার সুবিধা,
৩. ফোনের মেসেজের মতোই হোয়াট’স অ্যাপ (What’s App) কাজ করে অর্থাৎ সহজেই ফোনবুক থেকে নাম্বারে মেসেজ পাঠানো যায়,
৪. লগ-ইন (Log-In) ও লগ-অফ (Log-Off) করার কোন ঝামেলা নেই এতে, পুশ নোটিফিকেশনের (Push Notification)মাধ্যমে সহজেই অ্যাপটি’র ব্যবহারকারী’কে জানান দেয়
এছাড়াও রয়েছে অ্যাপটির (App) আরো অনেক ফিচার। বর্তমানে বাংলাদেশে (Bangladesh) বাংলালিংক (Banglalink) ফোন অপারেটরের গ্রাহকরা ফ্রি’তে এর ব্যবহার করতে পারছে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন