আসসালামু আলাইকুম
আমি ২০০৮ এ যখন ফেইসবুক একাউন্ট খুলি তখন খুব খুব রিকুয়েস্ট পাঠাইতাম । এখন দেখি আমার ৩০০ এর উপর ফ্রেন্ড। অনেক অনেক আছে জাদের আমি নিজেও জীবনে দেখি নাই। (আমার আইডি ৪ টা , ৪ কাজের জন্য। ১ম আইডিটার কথা বলতেছি) এখন আমি বিরক্ত হয়ে ফ্রেন্ড কমাবো কিন্তু এতো টাইম কই। তারপর খুজতে লাগলাম কন সিস্টেম আছে কিনা। তার পর আমার সোলিউসন পেলাম। তো আজ আমি এটা সেয়ার করতেছি।
এটি করার জন্য আমাকে সর্বপ্রথম যেটি করতে হবে তা হলো আপনার পিসি/ল্যাপটপেমজিলা ফায়ারফক্স এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে ইনস্ট্রল করতে হবে।
তারপর এখান থেকে Grease monkey Add-ons টি ডাউনলোড করে আপনার ইনস্ট্রল করা মজিলা ফায়ারফক্স এ এড করে নিন। আর সেটিকে এনাবল করে দিন,যদি এনাবল করা থাকে তবে কিছুই করার প্রয়োজন নেই। এড হবার পর নিন্মের ছবির মত দেখা যাবে। আর এর দ্বারাই আপনি নিশ্চিত হবেন যে এড অন টি ব্রাউজারে ঠিক ভাবে এড হয়েছে কিনা
এটি করার জন্য আমাকে সর্বপ্রথম যেটি করতে হবে তা হলো আপনার পিসি/ল্যাপটপেমজিলা ফায়ারফক্স এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে ইনস্ট্রল করতে হবে।
তারপর এখান থেকে Grease monkey Add-ons টি ডাউনলোড করে আপনার ইনস্ট্রল করা মজিলা ফায়ারফক্স এ এড করে নিন। আর সেটিকে এনাবল করে দিন,যদি এনাবল করা থাকে তবে কিছুই করার প্রয়োজন নেই। এড হবার পর নিন্মের ছবির মত দেখা যাবে। আর এর দ্বারাই আপনি নিশ্চিত হবেন যে এড অন টি ব্রাউজারে ঠিক ভাবে এড হয়েছে কিনা

এবার মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি রি-স্টার্ট দিন।
রি-স্টার্ট দেওয়ার পর এখান থেকে এই স্ক্রিপ্টটি খুব সাবধানতার সাথে মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ইনস্ট্রল করুন।
সঠিক ভাবে ইনস্ট্রল করা হয়ে গেলে নিন্মের চিত্রের ন্যায় দেখা যাবে।
ইনস্ট্রল করার পর আপনার ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করুন। লগ ইন করে সোজা ফ্রেন্ড লিস্টে যান। নিচের চিত্রে দেখুন-

আপনি যদি চান সব ফ্রেন্ড রিমুভ করবেন তবে মার্ক অল করুন,অথবা নির্দিষ্ট কিছু রিমুভ করতে চাইলে তাদেরকে মার্ক করে ডিলিট করুন। তারপর দেখুন আপনার জন্য কি ম্যাজিক অপেক্ষা করছে!!!!!

আমার আরও টিউনসঃ
- ১.লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !
- ২.আপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !
- ৩.এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !
- ৪.আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।
- ৫.চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই !
- ৬.আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল !
- ৭.CAPTCHA কি এবং কিভাবে কাজ করে।
- ৮.Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন ।
- ৯.প্রতি মাসে বাপের কিছু টাকা বাঁচান !
- ১০.একটু দেখে যান !আপনার পক্ষে উত্তর দিবে আপনার মেইল।
- ১১.পুরস্কার বিজয়ী তিন নারী ফ্রিল্যান্সা
- ১২.যত্নে থাকুক আপনার সাধের ল্যাপটপ
- ১৩.বীপ শুনে বুঝুন পিসির বর্তমান অবস্থা কি ?
- ১৪. কোন সফটওয়্যার ছাড়া ড্রাইভ হাইড করুন !
- ১৫. মোবাইল কোম্পানি এবং তাদের মালিকের নাম
- ১৬. ভিসা ছাড়া বিদেশে ভ্রমন করুন !
- ১৭. মোটরসাইকেলের দামে চার আসনের প্রাইভেট CAR !
- ১৮. আলু দিয়ে আগুন ধরান ! কি ভয় পেলেন !
- ১৯. ১০ জন ধনী টেকি ব্যক্তির নাম ও তাদের টাকার উৎস !
- ২০.টেক ১০ টি জিনিসের আবিষ্কারকের নাম !
- ২১.লোহা দিয়ে compass বানান ! কি অবাক হলেন ?
- ২২.দেয়ালের এপাশ থেকে দেখুন ওপাশের সব !
- ২৩.আপনার বাসার সাওয়ার যখন নষ্ট !
- ২৪. ইতিহাসে windows- এর সবকটা version
- ২৫. আজকের পোস্টটি ছেলেরা না দেখলেও চলবে। ডিম থেকে কিভাবে কুসুম আলাধা করবেন ।
- ২৬.আপনার কম্পিউটারে ভু ভু শব্দ করে? নিজের বাসায় নিজেই Servicing করুন!
- ২৭. Freelancer-দের ব্যসিক English শিখার এক অসাধারণ আসর
- ২৮. কিভাবে সবচেয়ে সহজ ও অল্প সময়ে কুরআন খতম করবেন !
- ২৯. লিফটেরও দুটি চোখ আছে ! আসেন দেখে যান !
- ৩০.গুগলের এক্স-প্রজেক্ট: চালকবিহীনগাড়ি এবং আমার অভিজ্ঞতা
- ৩১. বিদ্যুতের কনো উৎস ছাড়াই বিদ্যুৎ উতপাদন করুন! আসেন দেখে যান ।
- ৩২. ৫ দিন বিদ্যুৎ না থাকলেও মোবাইলে চার্জ দিন ! তাও আবার সাইকেল দিয়ে।
- ৩৩. UPDATED !100% গেরান্টি সহকারে FACEBOOK Photo Verification থেকে এখন উদ্ধার করুন আপনার আকাউন্ট! মেগা টিউন !
- ৩৪.ফোট ভেরিফাই ছাড়া আপনার FACEBOOK আইডি উদ্ধার করুন !
ফেসবুকের আরো নানান জটিল সব টিপস পেতে ঘুরে আসুন: TECH TUNES থেকে
উত্তরমুছুন