আসসালামু আলাইকুম ।
সবার দোয়া নিয়ে আজ আবার হাজির হলাম অফিস ২০০৭,  ১ম পর্বের পার্ট -০২ এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে। যেহেতু এটি ফুল কোর্স তাই একেবারে ক খ থেকে শুরু করেছি ভিডিও পার্ট গুলো আর তাই হয়তোবা অনেকেয় গুরুত্ব কম দিচ্ছেন । কিন্তু আসলে শেখার কোন শেষ নেই। প্রতি পর্বে হয়তোবা এমন কিছু শেখানো হয়েছে যা আপনি হয়তো আগে জানতেন না। আর তাই আশা করি কোন পর্বের টিউটোরিয়ালকেই অবহেলা করবেন না।
আর বেশি কথা বলতে চাচ্ছিনা। এখানে বেশিরভাগ আমার বড় ভাইজানরা আছেন। তাদের নিকট আমার ছোট বড় ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি। আশা করি আমার সকল ভুলগুলো ক্ষমা করবেন এবং আমাকে সর্বদা সাহায্য করবেন। নিয়মিত ভাবে সবার জন্য দোয়া এবং শুভ কামনা রইল।
১ম পর্ব - মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭


Password= shojib



কেমন লাগছে অথবা কোন প্রস্ন থাকলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন এইখানে অথবা  ফেসবুকে
আশা করি সকলের ভালোর জন্য  এই ফুল কোর্স টি নির্বাচিত টিউন এ মনোনয়ন করবেন বা মনোনয়ন করতে সাহায্য করবেন।
 
Top