অনেক সময় বিভিন্ন দেশের সরকার বা প্রতিষ্ঠান বিভিন্ন সাইট ব্লক বা ব্যান করে রাখেন। এরকম ব্লক করে রাখা সাইটগুলো সাধারণ ভাবে ভিজিট করা যায় না। কিন্তু একেবারেই যে যায় না তাও কিন্তু নয়। ব্লক করা সাইট যারা ভিজিট করতে চান তাদের জন্য এই পদ্ধতি।
সহজ সমাধান
- এখানে ক্লিক করে Tor Browser Bundle ডাউনলোড করুন।
- ডাউনলোড শেষ হলে tor-browser-1.3.5_en-US.exe ক্লিক
- তারপর Tor Browser ফোল্ডার ক্লিক
- এরপর Start Tor Browser.exe ক্লিক।
- মজিলা ফায়ারফক্স রান হলে ডান দিকে নিচে দেখুন যুদি লেখা থাকে 'Tor Disabled'।
- ওখানে ক্লিক করে 'Enable' করুন।
(বাকীটুকু আর না লিখলেও চলবে)
আইকনে ক্লিক করে 'New Identity' কমান্ড দিয়ে যেকোন সময় নিজের আইপি পরিবর্তন করতে পারবেন।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন