******এই পদ্দতি টি মুলত জাহিদ ভাই এর টিউন থেকে নেওয়া তবে আমি এটিকে আরও বিশ্লেষণ ও সহজ করার বিন্দুমাত্র চেষ্টা করেছি*****
আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভাল আছেন । আমি ভাল আছি । অনেকদিন ধরে নেট এ ঢুকা হয় না । তবে কালকে এক বন্ধু ফোন করে বলল , জিপি তে বলে আবার ভাল করে ফ্রী নেট চালানো যায় , শুনে বিশ্বাস হল না । বাংলালায়ন এ টাকা নেই যে দেখব , কি করার আজকে সকাল এ কার্ড কিনে টাকা ভরে দেখলাম । পোস্ট টি মুলত ২ দিন আগের । দেখে তো আমি পাগল হয়ে গেলাম । আইএস্পিসি সফটওয়্যারটি সাথে সাথে ডাউনলোড করলাম । তবে এ কি , এ দেখি উইন্ডোজ ৮.১ এ চলে না । পাশের বন্ধুর উইন্ডোজ ৮ এ চেষ্টা করলাম কিন্তু চলে না , একবার মনে হল উইন্ডোজ ৭ সেটাপ দিব তারপর ভাবলাম না , আশা ছেড়ে লাভ নেই । গুগল মামা আমাকে এই ব্যাপারে সাহায্য করল , আমি স্টাবেল (পোর্টেবল নয় ) ভার্সন ডাউনলোড করলাম এবং খুব সহজেই চলল , তবে কনফিগার করার সময় পরতে হল মহা বিপদে , জাহিদ ভাই যেই ছবি গুল দিয়েছিল , কিছু আগা মাথা বুঝলাম না , তারপর অনেক্ষণ ঘাঁটাঘাঁটি করে শেষ পর্যন্ত আনন্দের নেট ফিরে পেলাম , কি মজা !!!! এবং আমি এই পোস্ট টি ফ্রী নেট ব্যবহার করে দিচ্ছি গুগল ক্রম এর সাহায্যে !!!!!
তো শুরু করা যাক
দয়া করে কমেন্ট করবেন
প্রথমে আপনাদের যা যা লাগবেঃ
১ । ISPCE (STABLE VERSION)http://download1us.softpedia.com/dl/9bce97a160cae93a6d46e77ff7f65835/52660610/100172436/software/internet/servers/ISPCE-2.2.101_setup.exe
২ । কনফিগ ফাইল
৩ । REDIALER
(রিডায়লার টি উইন্ডোজ ৯৮ / মি কম্পাবিলিটি তে রান করতে হবে । )
৪ মজিলা ফায়ারফক্স ভার্সন ৩ (শুধু ফেসবুক ব্যবহার করার জন্য )
৫ একটু ধৈর্য!!!!!
প্রথমে ISPCE সফটওয়্যারটি ইন্সটল করে নিন
এবার আপনার মডেম বা মোবাইল জিপি এমেমেস দ্বারা কানেক্ট করুন , নিচে বিস্তারিত দেওয়া আছে
পিসি সুইট সেটআপ:
১ নোকিয়া পিসি সুইট ওপেন করুন connect to the internet এ ক্লিক করুন ।
২ এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে ক্লিক করুন ।
৩ এখন Configure the Connection Manually অপশনে এ ক্লিক করে next ক্লিক করুন ।
৪ এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।
এরপর কানেক্ট দিন।
জিপি মোডেম সেটিং:
১ গ্রামীণমোড মডেম সফটটি ওপেন করুন । এরপর টুলস>অপশন এ যান ।
২ টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান ।
৩ এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:
Profile Name: GPMMS
APN Type: Static
APN: gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৪ এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেক্ট দিন ।
এবার রিডায়লার টি খুলুন ।
এখন যেই ispce সফটওয়্যার ইন্সটল করেছিলেন তা রান করুন । file>load config দিয়ে ডাউনলডকৃত কনফিগ ফাইল টি দিন । এবার আমি যেভাবে বলব একদম ওইভাবে করবেন
এখানে আমি যেভাবে সেটাপ করেছি হুবুহু সেভাবে সেটাপ করুন
এখানে রাইট ক্লিক করে add/delete header সিলেক্ট করে header name এ দিন host:ahad, replacement text:10.128.1.2 এবং টাইপ দিন out
আবার রাইট ক্লিক করে add/delete header সিলেক্ট করে header name এ দিন SERVER:Sugata, replacement text:localhost এবং টাইপ দিন in
এখানে আমি যেভাবে সেটাপ করেছি হুবুহু সেভাবে সেটাপ করুন
এখানে কিছু করার লাগবে না
এখানে server:10.128.1.2 ও port:8080 দিয়ে Add দিন
যেই ডিভাইস ব্যবহার করছেন ইন্টারনেট এর জন্য তা সিলেক্ট করে স্টার্ট এ ক্লিক করুন
এবার কাজ প্রায় শেষ
স্টার্ট মেনু তে সার্চ দিন: internet options এবং তা ওপেন করুন
connections সিলেক্ট করুন
Settings সিলেক্ট করুন
এখানে আমি যেভাবে সেটাপ করেছি হুবুহু সেভাবে সেটাপ করুন । ব্যাস এবার আপনি গুগল ক্রম এ ফ্রী নেট চালাতে পারবেন , ফায়ারফক্স এ কিছু সেটিং করতে হবে
Tools-Options-Advanced-Network-Manual proxy configuration থেকে HTTP proxy দিন - 127.0.0.1 এবং port দিন 8080 . ok ক্লিক করুন ।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এ নিচের ছবির মত সেট করুন
আপনি এভাবে সব সাইট দেখতে পারবেন তবে ফেসবুক ও গুগল এর জন্য ফায়ারফক্স ভার্সন ৩ ব্যবহার করুন এবং ফেসবুক এর জন্য http://m.facebook.com লিঙ্ক ব্যবহার করুন । আপনি গুগল ক্রম দিয়েও গুগল এ যেতে পারেন , এর জন্য আপনার আদ্দ্রেস বার এ নিচের কোন একটি আইপি দিয়ে এন্টার চাপুন
173.194.113.17
173.194.33.32
173.194.33.33
173.194.33.34
173.194.33.35
173.194.33.36
173.194.33.37
173.194.33.38
173.194.33.39
173.194.33.40
173.194.33.41
173.194.33.42
173.194.33.32
173.194.33.33
173.194.33.34
173.194.33.35
173.194.33.36
173.194.33.37
173.194.33.38
173.194.33.39
173.194.33.40
173.194.33.41
173.194.33.42
এবং স্পীড কিন্তু খুব ভাল
কোন সমস্যা হলে আমি ফেসবুকে, m.facebook.com/cellclinic.pro
এবং আমি প্রথম ৭ দিন সব কমেন্ট এর উত্তর দিব ।
ধন্যবাদ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন