কেমন আছেন সবাই , ফ্রি ইন্টারনেট ব্যবহার করে কিভাবে পিসিতে ফ্রি পিসিহেল্পলাইনবিডি সাইট ব্যবহার করবেন সেই টিপস দিচ্ছি , ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারলে ফেসবুকে আপনার বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন ।
যা যা লাগবেঃ একটি গ্রামীনফোনের সিমকার্ড, একটি পিসি বা ল্যাপটপ ও মডেম
প্রথমে আপনার গ্রামীনফোনের সিমকার্ডটিতে ৩৫ টাকা ফ্লেক্সিলোড করুন এবার p7 টাইপ করে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বারে , ১৫ দিনের জন্য প্যাকেজ চালু হয়ে যাবে অথবা ১১ টাকায় p10 চালূ করুণ ৭ দিনের জন্য । মনে রাখবেন ঐ সিমে এই ১৫ দিনের জন্য প্যাকেজ চলাকালীন কোন বাড়তি টাকা লোড দিবেন না তাহলে টাকা কেটে নিবে ।
এবার আপনার জিপি মডেম ওপেন করে Tools ক্লিক করুন , এবার Options ক্লিক করুন
এবার Profile Management ক্লিক করে New ক্লিক করুন ।
প্রোফাইল বানান Profile Name দিবেন Gp MMs এবার Static মার্ক করে নিচের মত করে Apn লিখুন gpmms তারপর Access Number *99# দেয়া থাকবে , না দেয়া থাকলে দিয়ে Save ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসুন ।
এবার আপনার মডেম ওপেন করে Gp Mms দিয়ে Connect করুন ।
এবার আপনাকে দুটি সফটওয়্যার নিচের লেখায় ক্লিক করে ডাউনলোড করতে হবে,
সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
সিরিয়াল Name:
GameWala
Serial:
2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D
উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।
একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।
এখানে এড্রেস বারে লিখুন 10.128.001.002 এবং Port বক্সে লিখুন 8080 , প্রোটোকল HTTPS নির্বাচন করে OK বেরিয়ে আসুন।
এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।
এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।
অটো ডায়ালার:
এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, মিনিমাইজ করে রাখতে পারেন ব্যবহারের সময় ।
ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।
কাজ হলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ও কোন সমস্যা হলে বা ভাল লাগলে কমেন্টস করবেন অবশ্যই ।
কিছু অংশের জন্য আমাদের ব্লগের লেখক গেমওয়ালার কাছে কৃতজ্ঞ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন