আস্-সালামু আলাইকুম।
আজ আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করব, যা দ্বারা আপনি আপনার ফাইল নিরাপদে হাইড করে রাথতে পারবেন। ফাইল হাইড করার বিভিন্ন পদ্ধতি থাকলেও আমি আপনাদেরকে অধিকতর সহজ এই পদ্বতি টি শেয়ার করলাম যাতে আপনি সহজেই এটি ব্যাবহার করতে পারেন।
আসুন দেখে নিই কিভাবে আমরা উক্ত কাজটি সম্পন্ন করব-
১। প্রথমে নিচের লিংক থেকে কোড টি ডাউনলোড করে নিন।
২। ডাউনলোড শেষে ফাইলটি ওপেন করুন। এবং পুরো কোডটি কপি করে নিন।
এবার নোডপ্যাড ওপেন করে সেখানে কোডটি পেষ্ট করুন।
৩। কোডটি থেকে Type your Password here লিখাটি খুজে আপনার পাসওয়ার্ড টি সেখানে রিপ্লেস করুন।
৪। এবার lock.bat নামে ফাইলটি কে ডেস্কটপে সেভ করুন।
৫। এবার ডেস্কটপ থেকে lock.bat ফাইলটির ওপর ডাবল ক্লিক করুন। দেখবেন এই নামে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি হয়েছে।
৬। এবার এই ফোল্ডারে আপনার সকল ফাইলগুলো রাখুন যে ফাইল গুলো আপনি হাইড করতে চান।
৭। ফাইল রাখা শেষ হলে এবার lock.bat ফাইলটির উপর পুনরায় ডাবল ক্লিক করুন।
৮। কমান্ড প্রমোট ওপেন হবে। তারপর আপনার কাছ থেকে ফোল্ডার টি লক করার অনুমতি চাইবে। আপনি সেখানে Y টাইপ করে এন্টার দিন। ব্যাস ফোল্ডার হাইড হয়ে যাবে।
৯। ফোল্ডার টি ওপেন করতে চাইলে lock.bat এ ডাবল ক্লিক করুন। এবং সেখানে আপনার পাসওয়ার্ড টি টাইপ করুন, যেটি আপনি পূর্বে দিয়েছিলেন। এবার এন্টার চাপুন।
ফোল্ডারটি ডেস্কটপে দেখতে পাবেন। কাজ শেষ হলে পূর্বের মত পুনরায় lock.bat এর উপর ডাবল ক্লিক করে Y টাইপ করে এন্টার দিন। ব্যাস ফোল্ডারটি পুনরায় হাইড হয়ে যাবে।
এবার পুরো-দমে ফাইল হাইড করা উপভোগ করুন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
 
Top