আসসালামু আলাইকুম । কেমন আছেন ? আশা করি ভাল আছেন যাই হোক এজকের টিউনটা শুরু করি। আপনারা প্রায় অনেকেই মাল্টিমিডিয়া মোবাইল ফোন ব্যবহার করেন আর মেমোরি কার্ড তো আবশ্যক । পাসওয়ার্ড ও অনেকেই দেন । কিন্তু সমস্যা হয় পাসওয়ার্ড ভুলে গেলে । আসুন দেখি কিভাবে পাসওয়ার্ড ভুলে গিয়েও পাসওয়ার্ড রিমুভ করবেন Nokia মোবাইল কোন ডেটা হারানো ছাড়া ।
১।প্রথমে FExplorer নামের এই সফটটা ডাউনলোড করে আপনার মোবাইল এ নিয়ে রান করুন ।
২।রান করার পর মোবাইল এর C: ড্রাইভ এ যান।
৩।এবারে C:System ফোল্ডার এ ঢুকুন ।

৪।এবারে mmcstore নামের ফাইলটা কপি করে এমন একটি ফোল্ডার এ সেভ করুন যেখান থেকে আপনি টা আপনার কম্পিউটার এ কপি করতে পারবেন ।
৫।।কপি হয়ে গেলে mmcstore ফাইলটি Notepad দিয়ে ওপেন করুন ।
ব্যাস কাজ শেষ এবার আপনি Notepad এ আপনার মেমোরি কার্ড এর পাসওয়ার্ড দেখতে পারবেন । (only for symbian.আপনারা চাইলে getjar থেকে সফটটা ডাউনলোড করে নিতে পারেন )
টিউনটি পরার জন্য ধন্যবাদ .............. :D
 
Top