কখনো ভেবেছেন, আপনি ফেসবুকে একটি স্টেটাস লিখলেন তা সাথে সাথে চলে গেল
আপনার ব্লগ পোস্টে, আপনি ফেসবুকের প্রফাইল ছবি পরিবর্তন করলেন এবং সাথে
সাথে আপনার টুইটারের প্রফাইল ছবিও পরিবর্তন হয়ে গেল ? কখনো ভেবেছেন কি,
ফেসবুক স্টেটাস গুল গিয়ে জমা হবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে ? কখনো ভেবে
দেখেছেন কি ? আপনি কেবল আপনার ফেসবুক প্রফাইল থেকে স্টেটাস আপডেট করবেন এবং
তা সাথে সাথে স্টেটাস হিসেবে আপডেট হবে আপনার টুইটারে ? কিনবা আপনি যত
ফেসবুক এ্যাক্টিভিটিস করবেন প্রতিটি এ্যাক্টিভিটিস চলে যাবে অন্য কোন একটি
প্ল্যাটফর্মে ? অথবা অন্য যে কোন একটি প্ল্যাটফর্মে বসে একটি কাজ সম্পাদন
করবেন তা আবার আপনার ফেসবুক এ্যাক্টিভিটিস হিসাবে সম্মাদন হবে ?
জ্বি, এই প্রযুক্তি নিয়ে এলো ITTT (If This was That and Then) আপনি এখন চাইলেই যে কোন প্ল্যাটফর্মের এ্যাক্টিভিটি অন্য প্ল্যাটফর্মে ট্রান্সফার করতে পারবেন। এর জন্য কোন থার্ড পার্টি এ্যাপ্লিকেশন এর প্রয়োজন হবে নাহ। প্রয়োজন হবে না সর্বদা লগ ইন হয়ে থাকার। একবার ট্রাই করুন। যদি ভাল না লাগে তাহলে আমাকে যা খুশি তাই বলবেন আমি মাথা পেতে নেবো !
যেহেতু আমি টেকটিউনে রেগুলার নই, আমার লেখা কেমন লাগে তা আমাকে ফেসবুকে ইনবক্স করে জানাতে পারেন এবং যদি কোন সমস্যা অথবা সাহায্যের প্রয়োজন হয় তবেও ইনবক্স করতে পারেন। যথাসাধ্য চেষ্টা করবো সাহায্য করতে।
Follow/Request/Inbox Msg Here:
জ্বি, এই প্রযুক্তি নিয়ে এলো ITTT (If This was That and Then) আপনি এখন চাইলেই যে কোন প্ল্যাটফর্মের এ্যাক্টিভিটি অন্য প্ল্যাটফর্মে ট্রান্সফার করতে পারবেন। এর জন্য কোন থার্ড পার্টি এ্যাপ্লিকেশন এর প্রয়োজন হবে নাহ। প্রয়োজন হবে না সর্বদা লগ ইন হয়ে থাকার। একবার ট্রাই করুন। যদি ভাল না লাগে তাহলে আমাকে যা খুশি তাই বলবেন আমি মাথা পেতে নেবো !
যেহেতু আমি টেকটিউনে রেগুলার নই, আমার লেখা কেমন লাগে তা আমাকে ফেসবুকে ইনবক্স করে জানাতে পারেন এবং যদি কোন সমস্যা অথবা সাহায্যের প্রয়োজন হয় তবেও ইনবক্স করতে পারেন। যথাসাধ্য চেষ্টা করবো সাহায্য করতে।
Follow/Request/Inbox Msg Here:
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন