সবাইকে সালাম জানিয়ে শুরু করতেছি আমার আজকের টিউন । কেমন আছেন সবাই । আশা করি সবাই ভালো আছেন ।
অনেক দিন পর আবারো নতুন কিছু নিয়ে হাজির হলাম আপনাদের সামনে । শিরোনাম দেখেই হয়ত বুঝতেই পারছেন কি নিয়ে আলোচনা করব ।
১/ প্রথমে আপনি Task Manager এ ক্লিক করেন ।
২/ এবার Task Manager গিয়ে More Details এ ক্লিক করুন ।

৩/ Task Manager এর ওপরের দিকে দেখুন (File Options View) এ্ই ৩টি অপশন পাবেন ।
৪/ ওখান থেকে Options এ ক্লিক করে ওখান থেকে  Always On Top এ ক্লিক করুন ।

আপনার কাজ শেষ ।
এবার কম্পিউটার হ্যাং করুন বা হ্যাং হলে Task Manager অপেন করুন এবং অনাকাংখিত Application গুলো Close করুন । এখন প্রশ্ন হচ্ছে কম্পিউটার হ্যাং হলে Task Manager Hang Application এর নিচে থাকে বলে কাজ করা যায় না । কিন্তু  আপনি যখন ওপরের কাজগুলো করে আসবেন তখন Task Manager সব  Application এর ওপরে পাবেন এবং আপনার কাজ করতে পারবেন ।
হ্যাং হলে  Task Manager এ যাওয়ার নিয়ম হলো :- Ctrl + Shift + Esc Key এক সাথে চেপে ধরুন ।
 
Top