সবাইকে সালাম ও শুভেচ্ছা।অলসতা এমন একটা জিনিস যা একবার ধরলে সহজে ছাড়ানো মুশকিল।আমি এখন এই জিনিসটার প্রেমে পড়েছি।কোন কিছুতে মন বসে না।এরচাইতে এই মহা ঠান্ডার দিনগুলোতে সোফায় শুয়ে কাঁথা গায়ে জড়িয়ে দেশী নাটক দেখতে ভালো লাগে।তবে এই অলসতার মাঝেও একটা মহা কাজ করছি সেটা হলো ডিজাইন।একটা পরিপূর্ণ বাড়ীর ডিজাইন।নিজের অজ্ঞতা সত্বেও যেটুকু পারছি তাতেই মহাখুশী।আগামী টিউনে এটি শেয়ার করবো বলে আশা করছি।আমি নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ।(পাবলিক যা বলে বলুক)।
ফিরছি টিউনে।আজ প্রথমেই যে জিনিস টা শেয়ার করবো তা হলো একটি ওইয়েবসাইট তৈরীর সফটওয়্যার।অনেকেই আছেন যারা ব্যবসা করেন আবার অনেকেই আছেন যারা নিজের প্রচেষ্টায় নিজের ওয়েবসাইট ডিজাইন করতে চান।এই সফটওয়্যারটি উভয়েরই কাজে লাগবে বলে আশা করছি।

PHOTON FX EASY WEBSITE PRO 5 (unlimited)


ইন্টারনেট ব্যবহারকারী মানে একটা নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে একথা সবাই বাস্তবে এবং স্বপ্নেও ভাবতে পছন্দ করেন। সে কারনে কিনে নেন ডোমেইন এবং হোষ্টিং।কিন্তু সমস্যা দেখা দেয় আপনার শখের সাইটটি ডিজাইন করা নিয়ে।এ কারনে ধর্ণা দিতে হয় অভিজ্ঞ ওয়েব ডিজাইনারদের।আর অভিজ্ঞ ওয়েব ডিজাইনার মানে এককারি টাকা।ছাত্র অবস্থায় যা অনেকের পক্ষেই সম্ভব হয় না।তারপরেও যারা সাহসী হয়ে নিজের সাইটটি নিজেই ডিজাইন করতে উদ্যোগী হন তাদের প্রচেষ্টাকে স্বাগত জানাতে আমার আজকের এই প্রয়াস।আসুন ধাপে ধাপে দেখে নেই আমার অনভিজ্ঞ দৃষ্টিতে।প্রথমেই নীচে থেকে ডাউনলোড করে নিন মাত্র ৩৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি।আপনাদের সুবিধার্থে mediafire এবং fileswap দু'টোতেই সফটওয়্যারটি আপলোড করা হলো।
mediafire download link
যদি কোন কারনে মিডিয়াফায়ার ডিলেট করে দেয় তবে নীচে থাকলো বিকল্প লি ঙ্ক।
fileswap download link
যারা ডাউনলোড করলেন তারা প্রথমে ইন্সটল করুন।উল্লেখ্য যে এটি ইন্সটল করতে আপনার কম্পিউটারে .netfx35 ইন্সটল থাকতে হবে।না থাকলেও সমস্যা নেই কারন সফটওয়্যারটি ইন্সটলের সময় নিজেই আপনাকে জিজ্ঞাসা করে ইন্সটল করে নিবে।এরপর সফটওয়্যারটি রান না করে (কি)জেনটি খুলুন এবং generate লেখাতে ক্লিক করুন।ব্যাস আর কিছু করতে হবে না শুধু দেখুন unlimited key generated লেখাটি এসেছে কিনা।ছবি দেখুন।

easy website pro 5 মূলত ৪ টি ভার্সন আছে।এই ৪টির মধ্যে কি আছে আর কি নেই তা জেনে নিন একটা স্ক্রীণশটের মাধ্যমে।মনে রাখবেন আপনার ভার্সন unlimited.

এবার আসুন ধাপে ধাপে দেখি কি করা যায়।প্রমেই সফটওয়্যারটি ওপেন করুন।সিলেক্ট করুন আপনার পছন্দমত থীম।

এর পরের অপশন ডিজাইন।ডিজাইন করুন।তৈরী করুন বাটন পছন্দমত সাইজে এবং রঙ্গে।

কাজ শেষ হলে next ক্লিক করে চলে যান পরবর্তী পেজে।এটি লোগো তৈরীর পেজ।আপনার পছন্দমত সাইজে পছন্দের রঙ্গে তৈরী করুন সেটা।

এর পরের পেজ মেন্যু।আপনি আপনার ওয়েবসাইটে কি কি মেন্যু রাখবেন সেটা তৈরী করে নিন এবং তা অবশ্যই পছদের কালারে।

এবার আসুন পেজ তৈরীতে।বানিয়ে নিন কতগুলো পেজ দরকার আপনার।নিজের ডিজাইনে নিজেই পেজ তৈরী করুন।

এবার আসুন ইন্ট্রো টেমপ্লেট ব্রাউজার তৈরীর কাজে।সঠিক কাজ কি বলতে পারছি না তবে আপনার সাইটে ইউটিউব কিংবা ফ্ল্যাশ ভিডিওর কাজে খুব সম্ভব ব্যবহার হয়।

সবশেষে আসুন এক্সট্রাস পেজে।এখানে যারা এইচটিএমেল,সিএসএস,মেতাট্যাগ,হাইপারলিঙ্ক ডেকোরেশনের কাজ জানেন তারা কেরামতি দেখাতে পারেন।হ্যাঁ আপনার ওয়েবসাইট তৈরীর কাজ মোটামুটি শেষ।দারুন বানিয়েছেন আপনি।সাবাশ।এবার যোগ করুন আপনার ডোমেইন।

এবার দেখবেন একটা বাল্বের ছবি দেয়া আছে ।এখানে ক্লিক করলে আপনি সফটওয়্যারটির ব্যবহার কিভাবে করতে হবে তার ভিডিও সহ পিডিএফ আকারে টিউটোরিয়াল পাবেন।

আর কি,লেগে যান কাজে।কেমন ওয়েবসাইট তৈরী করলেন তা আমাদের জানাতে ভুলবেন না।কোন সমস্যায় সাহায্য নিন ভিডিও টিউটরিয়ালের কিংবা টেকটিউনসের নিবেদিত প্রান অভিজ্ঞজনদের।মনে রাখবেন আপনার উৎসাহই আপনার শক্তি।আরো বিস্তারীত জানতে ভিজিট করুন এখানে

TOTAL TRAING ADOBE ILLUSTRATOR CS5 ESSENTIALS


আপনি কি ইলাস্ট্রাটর শিখতে চান?তাহলে সম্পূর্ণ HD ভিডিওতে তৈরী total traing কোম্পানীর তৈরী ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।আশা করছি ভালো লাগবে।


যারা শিখতে আগ্রহী কিংবা ডাউনলোড করতে চান তারা fileswap থেকে নামিয়ে নিতে পারেন ৭০৩ মেগাবাইটের এই ভিডিও টিউটোরিয়ালটি যা তিন খন্ডে আপলোড করা হয়েছে।প্রথম ২ পার্ট ২৪৯ এবং ৩ নং টি ২০৫ মেগাবাইটে।
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
আশা করছি নতুন এই ফাইল শেয়ারিং সাইট থেকে তেমন কারো অসুবিধা হবে না কারন রিজুম সাপোর্ট সহ সর্বোচ্চ গতি পাবেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থেকে।ডাউনলোড শেষ হলে ফাইল তিনটি এক্সট্রাক্ট করুন এবং উপভোগ করুন HD ভিডিও টিউটোরিয়াল ।
আজ এ পর্যন্তই।দেখা হবে আগামীতে আমার করা কিছু ডিজাইন সহ এই টেকটিউনসের মাঠে ভালো থাকুন সবাই ||| আল্লাহ হাফেজ |||
 
Top