আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।অনেক দিন পর আবার জটিল সফটওয়্যার নিয়ে।আজ এমন সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব সফটওয়্যার আর নামঃ IP Camera Viewer।
বড় হলেও সবাই পড়বেন।
সামনে ইজতেমাতে।আর ইজতেমাতে আপনারা দেখবেন যে ক্যামেরা বসানো হয় এবং সকল কিছু কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে।আপনার ভাবছেন কোন সফটওয়্যার দিয়ে করেI যে সফটওয়্যার ব্যবহার করে তার নাম আবার বলি IP Camera Viewer।
এছাড়াও আইপি ক্যামেরা ভিউয়ার আপনি আপনার ইউএসবি অথবা IP ক্যামেরা থেকে আপনার পিসিতে  লাইভ ভিডিও দেখতে পারবেন। কোনো USB বা আইপি ক্যামেরা আপনার বাড়ীতে, অফিসে, পার্কিং এলাকা নজর রাখাতে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি যে কোন জায়গায় নিরাপত্তা প্রয়োজন এটি ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটারে একাধিক IP ক্যামেরা থেকে সরাসরি ভিডিও দেখুন এবং প্রায় 1500 ভিন্ন আইপি মাধ্যমে ব্যবহার করা যায়।
সফটওয়্যার নামঃIP Camera Viewer 1.24। 

Screenshot:



এটি কোন কোন ক্যামেরা সাপোর্টঃ
includes Axis, Canon, D-Link, Foscam, Panasonic, Mobotix, Pixord, Sony, Toshiba, Vivotek এবং আরো অনেক রয়েছে।
আইপি ক্যামেরা ভিউয়ার এর কেন্দ্রীভূত ক্যামেরা এবং বিন্যাস ব্যবস্থাপনা আপনি একাধিক দূরবর্তী অবস্থান থেকে একটি একক পর্দায় আপনার ক্যামেরা দেখতে পারবেন।আর আপনি ক্যামেরার ব্যবস্থা এবং প্রাকদর্শন বিন্যাসের মাধ্যমে আপনার সুরক্ষার জন্য প্রয়োজনে পরিবর্তনও করতে পারেন।
ডাউনলোড
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন।
 
Top