আস-সালামু-আলাইকুম
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছেন।
যারা এন্ড্রয়েড মোবাইল/ট্যাব ব্যবহার করেন তাদের জন্য এই টিউন।এখন এন্ড্রয়েড ব্যবহার করে মোবাইলেই পবিত্র কোরআন শরীফ পড়তে পারবেন।কিভাবে?
আসুন জেনে নিই।

বাংলা অনুবাদ সহ কোরআন  শরীফ

ইন্সটল হয়ে গেলে মেনু থেকে ব্রাউস করে এপ্লিকেশন টা অন করুন।তাহলে উপরের ছবির মত আসবে।এখান থেকে আপনার পছন্দ মত সূরা সিলেক্ট করে পড়তে থাকুন।

বাংলা অর্থ উচ্চারন সহ কোরআন শরীফ

এবার দেখুন বাংলা MP3 উচ্চারন সহ কোরআন শরীফ।এই এপ্লিকেশন টা আমার অনেক প্রিয়।
Surah/Chapter list থেকে কোন সূরার অর্থ শুনতে চান তা সিলেক্ট করুন।এটার জন্য ইন্টারনেট লাগবে।কারণ নেট থেকে ডাউনলোড করে তারপর আপনাকে শোনাবে।তবে একবার ডাউনলোড করে নিলে আর ডাউনলোড করতে হবেনা।

আরবী তেলাওয়াত সহ কোনআন শরীফ(বিখ্যাত ক্বারিদের সমন্বয়ে)

এটা চমৎকার একটা আপ্লিকেশন।এখানে বিখ্যাত সব সূরা তেলাওয়াত কারিদের তালিকা দেয়া আছে।সাথে আছে ৩০ পারা সম্পুর্ন কোরআন তেলাওয়াত।
Reciters List থেকে তেলাওয়াতকারি কে বেছে নিন।আর কোন সূরা শুনতে চান সেটা SURAH LIST থেকে বেছে ডাউনলোড করে নিন।এই এপ্লিকেশন ব্যবহার করতেও ইন্টারনেট লাগবে।তবে সূরা ডাউনলোড হয়ে গেলে আর ইন্টারনেট এর দরকার হবেনা।নিচের ছবি থেকে ড্রপ ডাউন মেনু তে ক্লিক করলেই সূরা ডাউনলোড শুরু হয়ে যাবে।এবং অঙ্কে কম সময়েই সূরা ডাউনলোড হয়ে যায়।

 
যখন সূরা প্লে হবে তখন Pages লেখা তে ক্লিক করে একটু অপেক্ষা করলে দেখতে পাবেন যে সূরা ছবি আকারে এসে যাবে।তখন আপনি নিজেও পড়তে পারবেন।
আশা করি এই এপ্লিকেশন গুলো সবার ভালো লাগবে।রাস্তাইয় চলা ফেরা করার সময় কানে হেডফোন লাগিয়ে গান না শুনে অর্থ সহ কোরআন শরীফ শুনুন অথবা বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ পড়ুন।অনেক কাজে দিবে।
সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ
 
Top