যারা গ্রাফিক্স ডিজাইন করেন বা করতে পছন্দ করেন তাদের কাছে এডোব ফটোশপ ও ইলাস্ট্রেটর সবচাইতে প্রিয় মাধ্যম। কিন্তু অনেকেই এগুলো কঠিন বলে ব্যাবহার করতে পারেননা। তাই ছোট ছোট কাজের জন্য ফটোশপের বিকল্প সফটওয়্যার তারা ব্যাবহার করতে পারেন।
xara 2013
ফটোশপের বিকল্প হিসাবে Xara Photo & Graphic Designer সফটওয়্যারটি খারাপ না। ব্যাবহার করে দেখলেই বুঝতে পারবেন। যাদের কম্পিউটার পুরাতন তারা অনায়াসে এই সফটওয়্যার ব্যাবহার করতে পারবেন। এর ওজন মাত্র ৫৬ মেগাবাইট। আর এই সফটওয়্যার ব্যাবহার করতে সর্বনিম্ন কি পরিমান ক্ষমতা আপনার কম্পিউটারের থাকতে হবে তা হল:
  • >Microsoft® Windows® XP | Vista® | 7 | 8
  • Intel® Celeron® or newer, or AMD® Sempron® or newer
  • 500MB of RAM
  • 300MB of available hard-disk space
এই সফওয়্যার দিয়ে আপনি এডোব ইলাস্ট্রেটরের মত ভেকটর ডিজাইন সুবিধা পাবেন। থ্রিডি ডিজাইন করতে পারবেন।
Xara Photo & Graphic Designer MX 2013
ইন্সটল করার নিয়ম:
প্রথমে Download থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। এক্সট্রাক্ট করে ইন্সটলার ফাইল টি ইনস্টল করুন। এরপর Crack ফোল্ডার থেকে protein.dll ফাইলটি C:\Program Files (x86)\Xara\Xara Photo Graphic Designer 2013\Protein এই ফোল্ডারের মধ্যে পেস্ট করুন। ওভার রাইট করতে চাইলে ওভার রাইট করুন। ভয় নাই crack টি ভাইরাস না। হয়ে গেল ফুল ভার্সন।
তবে একটা কথা যে যত কঠিনই হোক না কেন, যদি পারেন এডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল ড্র ইত্যাদি শেখার চেষ্টা করেন। ইন্টারনেটে এইসব বিষয়ে অনেক টিউটোরিয়াল পাবেন। ইউটিউবেও অনেক টিউটোরিয়াল পাবেন।

Installer+Crack(56MB):   Download

Only Crack(666KB):   Download

ধন্যবাদ। পরবর্তী সময় আরও কিছু এই ধরনের সফটওয়ার আপনাদের জন্য পোস্ট করব।
 
Top