প্রথমে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।
আজকে আমি আপনাদের এমন একটি software এর কথা জানাবো যা দিয়ে আপনি আপনার ফটো
দিয়ে খুব সহজেই এমন একটি এ্যালবাম বানাতে পারবেন যেখানে একসাথে প্রায় ৪০০
ছবি সহ যেকোন গান বা music , Templete, Effect, Decorate ইত্যাদি যোগ করে
flash photo slideshow তৈরি হবে। যা আপনি বিভিন্ন ফরম্যাটে পাবেন। এখানেই
শেষ নয় আরও আছে তবে তা আস্তে আস্তে বলছি।
এই সফটওয়্যারের নাম হল
Wondershare Flash Gallery Factory Standard যা মাত্র 30MB। এটি Free
version না তবে আমি Activator দিব যা দিয়ে আপনি Full version করে ফেলতে
পারবেন।
এই সফটও্যারের portable টাও আছে তবে এটাতে সব ফিচার পাবেন না। যাই হোক আমি দুইটারই ডাউনলোড লিঙ্ক দিচ্ছি।
Download link
Portable এর Download link
আর যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমার এই টিউনটি তো আছেই "হয়ে যান PREMIUM ACCOUNT এর মালিক"
যেভাবে Full version বানাবেনঃ
প্রথমে EXE ফাইলটা install করুন। তারপর install শেষ হলে বের হয়ে আসুন। এখন
দেখুন আরেকটি ফোল্ডার আছে যা Activator নামে আছে। ঐটাতে গেলে দেখবেন
Activator.exe নামে একটা ফাইল আছে। এইটা run করুন। এরপর যা চাইবে তা দিন।
License Email: bidjan@ziggo.nl
Keycode: 1BF2F5D1DA14AE25C4C0
ব্যাস Full version হয়ে গেল। আর যদি portable টা হয় তাহলে তো কোন কথাই নেই।
এবার আসি কিভাবে মুভি বানাতে পারবেন ফটো দিয়ে।
প্রথমে আপনি Browse এ click করে আপনি আপনার পছন্দ মতো ছবি গুলি select করুন। ছবি select করতে ছবির উপর Double click করুন।
এবার Template এ যান। এখানে আপনি অনেক রকম ফ্রেম পাবেন তবে কিছু কিছু ঐ
সময় ঐখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এবার আপনি আপনার পছন্দ মতো একটা থিম
select করুন।
এখন চিত্রের মত Enable intro and credit movie তে check করে দিন। এরপর
দেখবেন intro and credit movie নামে দুইটা option আসছে। এখানে আপনি আপনার
পরিচালিত ছবির নাম এবং আপনার নাম দিয়ে দিন। আর আপনার ছবিতে গান বাজনা
থাকবেনা তা তো হতে পারে না। music যোগ করতে Add music এ click করুন। এছাড়াও
আপনার পরিচালিত ছবির শুরুর style টা কি রকম হবে তা Add Preloader থেকে
পছন্দ করে নিন।
এভাবে Effect tab থেকে আপনার ছবিতে motion সহ ইত্যাদি যোগ করতে পারেন।
আর Decoration tab থেকে বিভিন্ন Text,Clipart,Animation,Sound
আপনার খুশি মত যোগ করতে পারবেন। আপনার সম্পুর্ন ছবি বানানো শেষ হলে যেভাবে সবার কাছে প্রচার করবেন।
Pulish এ click করলে আপনি অনেক রকম আউটপুট পাবেন। যেখান থেকে আপনি আপনার
পছন্দ মতো মুভিটা প্রচার করুন। ইচ্ছা করলে আপনার এই প্রিয় মুভিটা Screen
Saver হিসেবে দিতে পারেন।
এছাড়াও আরও অনেক ফিচার আছে যা আপনি নিজে নিজে করতে পারবেন। টিউনটা বড় হয়ে যাবে তাই আর বললাম না।
আশা করি কোন সমস্যা হবে না যদি হয় তবে কমেন্টে জানাবেন।
এত সময় ব্যয় করে আমার টিউন পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
Home
»
»Unlabelled
» আপনার ফটো দিয়ে বানিয়ে ফেলুন মুভি !!!!!!!!!!!!!!!!!!!!!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন