সালাম নিবেন সবাই,
কিছুদিন আগে একটি সফটওয়্যার ইন্সটল করলাম। কিন্তু, যখন ব্রাউজার ওপেন করলাম তখন দেখলাম জনাব Babylon/SweetIM সার্চ ইঞ্জিন/টুলবারের আগমন। Control Panel -> Add/Remove Programs থেকে যা ছিল Remove/Uninstall করলাম, এমনকি ব্রাউজারের Tools -> Add-Ons -> থেকে ও মুছলাম। এবং, chrome://chrome/extensions/ থেকে এক এক করে রিমুভ করলাম। কিন্তু জনাব Babylon/SweetIM আমার ব্রাউজার হ্যাক করে বসেই আছে, নাছোড়বান্দা কম্পিউটার থেকে যাবেই না।
অনেকদিন পর কোন কিছু ঠিক মত না করতে পারে মজাই পেলাম, চিন্তা করলাম এইসব Adware/browser কিভাবে রিমুভ করব।
প্রথম ধাপঃ
প্রথমে, Run -> Regedit -> Menu থেকে Edit-> Find -> Keys/Values/Data -> সিলেক্ট করে -> Babylon দিয়ে সার্চ করলাম। Babylon দিয়ে সবগুলো Entry রিমুভ করলাম।
তারপর, Ccleaner ব্যাবহার করে cleaner -> Run Cleaner করে Registry -> Registry Issue FIX করলাম।
দ্বিতীয় ধাপঃ
ব্রাউজার ওপেন করলাম, আবার একই প্রব্লেম।
এখন, mozilla address বারে about:config টাইপ করে ইন্টার চাপুন -> i’ll be careful, i promose-> babylon টাইপ করে সার্চ করলাম -> এখন, অনেকগুলো এন্ট্রি পেলাম ->right-click করে -> reset করলাম প্রতিটি এন্ট্রি।
গুগল ক্রমে,
Address bar-এ -> chrome://chrome/settings/searchEngines ->টাইপ করে ইন্টার চাপলাম।
Default Search Engine Box-এ সবগুলো সার্চ ইঞ্জিন দেখতে পেলাম। অদরকারী সার্চ ইঞ্জিনগুলো X ক্লিক করে রিমুভ করলাম। মাউস লেখাগুলোর উপরে নিলে আপনি X মার্ক দেখতে পাবেন।
ব্যাস হয়ে গেল। আবার, Ccleaner ব্যাবহার করে cleaner -> Run Cleaner করে Registry -> Registry Issue FIX করলাম। কম্পিউটার রিস্টার্ট করলাম। এখন মনে হল, “Everything is back in track…”
জেনে রাখবেনঃ
ভুলেও ->
টিক চিহ্ন জায়গাগুলো সিলেক্ট করবেন না। অনেক সফটওয়্যারের সাথে এখন এই ধরণের সার্চ ইঞ্জিন/টুলবার ফ্রী আসে। সব, ফ্রী জিনিষ যে ভালো নয়, এটা তার এক উদাহরণ মাত্র।
আশা করি, এই পোস্ট থেকে অনেকেই উপকার পাবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
…নিজে জানুন, অন্যকে জানান।
কিছুদিন আগে একটি সফটওয়্যার ইন্সটল করলাম। কিন্তু, যখন ব্রাউজার ওপেন করলাম তখন দেখলাম জনাব Babylon/SweetIM সার্চ ইঞ্জিন/টুলবারের আগমন। Control Panel -> Add/Remove Programs থেকে যা ছিল Remove/Uninstall করলাম, এমনকি ব্রাউজারের Tools -> Add-Ons -> থেকে ও মুছলাম। এবং, chrome://chrome/extensions/ থেকে এক এক করে রিমুভ করলাম। কিন্তু জনাব Babylon/SweetIM আমার ব্রাউজার হ্যাক করে বসেই আছে, নাছোড়বান্দা কম্পিউটার থেকে যাবেই না।
অনেকদিন পর কোন কিছু ঠিক মত না করতে পারে মজাই পেলাম, চিন্তা করলাম এইসব Adware/browser কিভাবে রিমুভ করব।
প্রথম ধাপঃ
প্রথমে, Run -> Regedit -> Menu থেকে Edit-> Find -> Keys/Values/Data -> সিলেক্ট করে -> Babylon দিয়ে সার্চ করলাম। Babylon দিয়ে সবগুলো Entry রিমুভ করলাম।
তারপর, Ccleaner ব্যাবহার করে cleaner -> Run Cleaner করে Registry -> Registry Issue FIX করলাম।
দ্বিতীয় ধাপঃ
ব্রাউজার ওপেন করলাম, আবার একই প্রব্লেম।
এখন, mozilla address বারে about:config টাইপ করে ইন্টার চাপুন -> i’ll be careful, i promose-> babylon টাইপ করে সার্চ করলাম -> এখন, অনেকগুলো এন্ট্রি পেলাম ->right-click করে -> reset করলাম প্রতিটি এন্ট্রি।
গুগল ক্রমে,
Address bar-এ -> chrome://chrome/settings/searchEngines ->টাইপ করে ইন্টার চাপলাম।
Default Search Engine Box-এ সবগুলো সার্চ ইঞ্জিন দেখতে পেলাম। অদরকারী সার্চ ইঞ্জিনগুলো X ক্লিক করে রিমুভ করলাম। মাউস লেখাগুলোর উপরে নিলে আপনি X মার্ক দেখতে পাবেন।
ব্যাস হয়ে গেল। আবার, Ccleaner ব্যাবহার করে cleaner -> Run Cleaner করে Registry -> Registry Issue FIX করলাম। কম্পিউটার রিস্টার্ট করলাম। এখন মনে হল, “Everything is back in track…”
জেনে রাখবেনঃ
ভুলেও ->
টিক চিহ্ন জায়গাগুলো সিলেক্ট করবেন না। অনেক সফটওয়্যারের সাথে এখন এই ধরণের সার্চ ইঞ্জিন/টুলবার ফ্রী আসে। সব, ফ্রী জিনিষ যে ভালো নয়, এটা তার এক উদাহরণ মাত্র।
আশা করি, এই পোস্ট থেকে অনেকেই উপকার পাবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
…নিজে জানুন, অন্যকে জানান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন