“বিসমিল্লাহির রহমানির রহিম”
ফেসবুক এ বন্ধুদের চমকে দিতে চাইলে বিশেষ কোন কিছু তার ওয়াল এ পোস্ট করতে হবে। এমন কিছু লিখতে হবে যাতে তার আগ্রহ জন্মায় বিষয়টার প্রতি। ভাবছেন  কি হতে পারে। আচ্ছা ঠিক আছে আমি কয়েকটা উদাহরন দিচ্ছি।
apcdoctor.wordpress.com
apcdoctor.wordpress.com
  • আপনি আপনার বন্ধুর ওয়াল এ এই লেখাটি পোস্ট করতে পারেন। “Everybody Please report against this stupid profile http://facebook.com/profile.php?=638383373” স্বভাবতই আপনার বন্ধু জানতে  চাইবে এটা কার অ্যাকাউন্ট যে তার বিরুদ্ধে রিপোর্ট করতে বলছেন। তখন সে আপনার দেওয়া লিঙ্ক এ ঢুকবে আর তখনই হবে আসল মজা।
>>>>ভাবছেন মজাটা কি? মজাটা হল যে এই লিঙ্ক এ ঢুকবে সে তারই ফেসবুক প্রোফাইল দেখতে পাবে। এটা বেশ মজার। চেষ্টা করে দেখতে পারেন।
  • আপনি আপনার বন্ধুকে একটা লিঙ্ক দিতে পারেন। যেমন facebook.com/cellclinic.pro । দেখবেন একটা ওয়েব পেজ আসবে আর সেখানে রনি সম্পর্কে অনেক কিছু লেখা। কিন্তু আপনার বন্ধুর নাম তো রনি না। তাহলে উপায়>>
>>>>লিঙ্কটা ভালো করে লক্ষ করুন। দেখবেন rony ডট is-a-jerk.com লেখা আছে। আর্থাৎ আপনি লিঙ্ক এর প্রথমে যে নাম লিখবেন সেই নামেই বিভিন্ন ধরনের কথা লেখা আসবে। যেমন যদি আপনি anik.is-a-jerk.com লেখেন তাহলে আনিক সম্পর্কে অনেক কথা লেখা আসবে। এই ট্রিক্সটা অনেক মজার। তো আর দেরি কেন এখনই চেষ্টা করে দেখেন।
 
Top