খুবই সহজ একটা ব্যাপার তারপরও মাতৃভাষার টানে আপনাদের সাথে শেয়ার করছি। ইংরেজীটাকে আমরা সচারাচর বেশী প্রাধান্য দিয়ে থাকি; অথচ আন্তর্জাতিক ভাষা হিসেবে সীকৃতি পেয়ে এসেছে বাংলাও। এটা আমরা বাঙালী হয়েও অনুভব করি না। আসুন এখন থেকে সকল নোটিফিকেশন, লাইক, পোষ্ট, কমেন্টসহ ফেইসবুকের সমস্ত এক্টিভিটি বাংলায় করে ফেলি ।
> এজন্য আপনাকে ফেইসবুকের একাউন্ট সেটিংস থেকে জেনারেল অপশনে যেতে হবে।
অথবা এই লিংকে ক্লিক করুন (জায়গামতো পৌছে যাবেন )
> তারপর সবার নীচে ল্যাংগুয়েজ অপশন থেকে ইডিট করে বাংলা সিলেক্ট করুন
> সবশেষে সেইভ চেঞ্জ এ ক্লিক করুন আর উপভোগ করুন মাতৃভাষায় ফেইসবুক।
ধন্যবাদ সবাইকে, নিজে জানুন অন্যকে জানান।
 
Top