উইন্ডোজ এক্সপিতে একটি সমস্যা হোলো অনেক সময় কম্পিউটার চালু হবার পর নিচে ডান পাসে এই রকম একটি Security Center Alerts আসে । উইন্ডোজ আপডেট, ফায়ারওয়াল এবং এন্টিভাইরাস এর যেকোন একটি ডিসেবল করলেই এই এলার্ট সিস্টেম এসে থাকে এবং প্রত্যেকবার পিসি স্টার্টের সময় Your computer might be at risk এই রকম একটা মেসেজ দেয় যা নতুন ব্যবহারকারীদেরকে অনেক সময় সমস্যা করে। এই এলার্টকে ডিসেবল করার জন্য মাইক্রোসফট সরাসরি কোন ব্যবস্থা রাখেনি। সরাসরি না থাকলেও ব্যবস্থা একটা আছে সেটাই হল…..
@ Start Menu–>Run–>regedit দিয়ে Registry Editor রান করুন।
২. HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Security Center এ গিয়ে নিচের তিনটি বাইনারি ভ্যালুর মান ০ এর পরিবর্তে ১ করে দিন।
* AntiVirusDisableNotify
* FirewallDisableNotify
* UpdatesDisableNotify
৩. পিসি রিস্টার্ট দিন
৪.Complete.
 
Top