মাই কম্পিউটারের গতি বাড়ানোঃ
-এ জন্য Start/Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন।
-এখন HKEY_CURRENT_USER\ Control Panel\Desktop অপশনে যান। বা পাশের MenuShowDelay অপশনে দুই ক্লিক দিন এবং ডান ক্লিক দিয়ে modify অপশনে যান।
-এখন Value data হিসেবে 100 লিখে ok করে বের হয়ে আসুন। এরপর থেকে My computer খুলবে দ্রুত।

কম্পিউটারের হ্যাং হওয়া বন্ধ করবেন যেভাবেঃ
-এ জন্য Start বা Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন।
-এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop ঠিকানায় যান।
-এখন ডানপাশের AutoEndTask অপশনে দুই ক্লিক দিন এবং এখানে Value data হিসাবে 0-এর পরিবর্তে 1 লিখে OK করে বের হয়ে আসুন।
-এখন Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এর ফলে পিসি হ্যাং হবে না।

মুছে ফেলুন অদরকারি ফাইলঃ
অদরকারি ইভেন্ট ফাইল মুছতে
-My Computer-এ কারসার রেখে ডান ক্লিক করে Manage-এ যান।
-এখন System Tools/Event Viewer/Application অপশন নির্বাচিত করুন।
-ডানপাশে অনেক Event-এর তালিকা দেখা যাচ্ছে।
-এ ফাইলগুলো মুছতে ওপরের মেনুবার থেকে Action/Clear All Events নির্বাচিত করুন।
-এখন ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে No-তে ক্লিক করুন, Yes ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈরি হবে।
 
Top