আজ আপনাদের সাতে শেয়ার করবো চমৎকার একটা সফটওয়্যার (Auto Screen Recorder Pro 3.1.375)
এটা মূলত স্ক্রিন রেকর্ড এর একটা প্রফেশনাল সফটওয়্যার ! কী সহ ! মাত্র 04.01 MB
*ব্যাবহার প্রণালী *
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে সেটআপ দেন
পিসি রিস্টার্ট চাইলে দিন , এখন AutoScreenRecorder 3.1 Pro আইকন এ ডবল
ক্লিক করুন এবং সফটওয়্যার এর কী দেন
নীচের পিকচার এর মত আসবে ↓↓
এখন হট কী গুলা মনে রাখুন
১। রেকর্ড স্টার্ট →F9
২। রেকর্ড স্টপ → F10
৩। Pause/ Resume →Alt+F9
৪। Cancel →Alt+F10
৫। Screen Zoom →F4
এখন AutoScreenRecorder 3.1 Pro টি
ডেক্সটপ থেকে ” X ” ক্লোজ করে দিন। এইবার এই শর্ট কাট কী গুলা ব্যাবহার করে
আপনার কাজ করতে পারবেন।
এখন নিচের পিকচার টি লক্ষ্য করুন ↓↓
To → ক্লিক করার পর আপনাকে দেখাবে আপনে কি ফর্মেট এ ভিডিও টি সেভ করতে চান ? এখন আপনার ইচ্ছা মত একটা ফর্মেট নির্বাচন করে দিতে পারেন।
এখন নীচের পিকচার টি লক্ষ্য করুন ↓↓
Auto Text →Options এ ক্লিক করে →Date,Time, Computer name, User Name, Note ←এই বক্স গুলা মার্ক করা থাকে । আপনি প্রয়জন মনে করলে মার্ক দিতে ও পারেন আবার তুলে দিতে ও পারে সেটা আপনার ইচ্ছা
হুম… কাজ শেষ ! এখন স্ক্রিন রেকর্ড করুন এডিট করুন যত ইচ্ছা
সফটওয়্যার ডাউনলোড লিংক → http://www.mediafire.com/?wesf7777jkro4et
Mediafire File Password → (bimsylhet)
*****************************************************************************
আমি সব সময় চেষ্টা করি সহজ ভাষায় লিখতে, এবং আমার মত যারা সাধরন ব্যাবহার কারি তাদের কথা চিন্তা করে ই লিখি ।
লেখার
মাঝে হয়তো কোন ভুল ও হতে পারে । সব আপনাদের হাতে ছেড়ে দিলাম । যদি ভুল
গুলো ধরিয়ে দেন তাহলে সব থেকে খুশি হব , এখন জাস্ট আপনাদের কমেন্ট এর
অপেক্ষায়
=ধন্যবাদ পোস্ট টি দেখার জন্য=
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন