বিসমিল্লাহির রাহমানির রাহিম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যুগে এমন
কোন মানুষ নাই যার কাছে মোবাইল নামের বস্তুটি নেই। আর এই মোবাইলের একটি
বাজে দিক হচ্ছে মোবাইলের চার্জ বেশি ক্ষন থাকেনা বা হুট করে মোবাইল বন্ধ
হয়ে যায়। খুব জরুরি একটা ফোন করবেন, নম্বর ডায়ালও করলেন। হুট করে মোবাইল
ফোনটি বন্ধ হয়ে গেল! এর চেয়ে বিরক্তিকর মুহূর্ত আর কী হতে পারে? ব্যক্তিগত
কাজ ছাড়াও ব্যবসায়িক বা অফিশিয়াল যোগযোগের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বিরক্তির
পাশাপাশি অনেক ক্ষতির কারণও হতে পারে।
নকিয়ার নির্দিষ্ট মডেলের কিছু হ্যান্ডসেটের জন্য ব্যাটারি পাওয়ার সেভ করে রাখার সফটওয়্যার পাওয়া যায়। ‘অ্যাডভান্স ব্যাটারি সেভার’ তেমনি একটি। সফটওয়ারটি জরুরি মুহূর্তের কলের জন্য কিছু শক্তি সঞ্চয় করে রাখে। সফটওয়্যারটি ফ্রি, তাই এটি ব্যবহার করার জন্য কোনো টাকাও খরচ করতে হয় না।
সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে মোবাইল ওয়েবসাইট ‘অভি স্টোর’ থেকে। এটি জাভা এবং সিমবিয়ান হ্যান্ডসেটে কাজ করে। জাভা এবং সিমবিয়ানের জন্য এর আলাদা সংস্করণ রয়েছে। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। এর পরই এর কাজ শুরু হবে।
এটি ৩০ শতাংশ পর্যন্ত ব্যাটারির শক্তি জমা করে রাখতে পারে, যা জরুরি মুহূর্তের জন্য কাজে দেয়। যখনই মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তখনই স্বয়ংক্রিয়ভাবে এটি কাজ শুরু করে। সফটওয়্যারটি ইনস্টল করার পর সেটিংসে গিয়েও একে সাজিয়ে নেওয়া যাবে।
নকিয়ার নির্দিষ্ট মডেলের কিছু হ্যান্ডসেটের জন্য ব্যাটারি পাওয়ার সেভ করে রাখার সফটওয়্যার পাওয়া যায়। ‘অ্যাডভান্স ব্যাটারি সেভার’ তেমনি একটি। সফটওয়ারটি জরুরি মুহূর্তের কলের জন্য কিছু শক্তি সঞ্চয় করে রাখে। সফটওয়্যারটি ফ্রি, তাই এটি ব্যবহার করার জন্য কোনো টাকাও খরচ করতে হয় না।
সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে মোবাইল ওয়েবসাইট ‘অভি স্টোর’ থেকে। এটি জাভা এবং সিমবিয়ান হ্যান্ডসেটে কাজ করে। জাভা এবং সিমবিয়ানের জন্য এর আলাদা সংস্করণ রয়েছে। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। এর পরই এর কাজ শুরু হবে।
এটি ৩০ শতাংশ পর্যন্ত ব্যাটারির শক্তি জমা করে রাখতে পারে, যা জরুরি মুহূর্তের জন্য কাজে দেয়। যখনই মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তখনই স্বয়ংক্রিয়ভাবে এটি কাজ শুরু করে। সফটওয়্যারটি ইনস্টল করার পর সেটিংসে গিয়েও একে সাজিয়ে নেওয়া যাবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন