হে বন্ধুরা, মাঝে মাঝে আমরা আমাদের পেনড্রাইভ বা অন্যান্ন স্টোরেজ
ডিভাইস বিভিন্ন পিসিতে কানেক্ট করি। পরে দেখা যায় সব ফোল্ডার শর্টকাট হয়ে
গেছে । এই সমস্যাটা আমাকে ভোগাত খুব বেশি । ইউনিভার্সিটি’র পিসিতে পেন
ড্রাইভ কানেক্ট করলেই সব শেষ। আর খুজেই পেতাম না।
এই ধরনের সমস্যা এড়াতে আমরা যা করতে পারি তা হল,
=> start মেন্যু থেকে run-এ গিয়ে cmd টাইপ করতে হবে।
=> তারপর টাইপ করতে হবে ড্রাইভের নাম (যে ড্রাইভের ফাইল রিকভারী করতে চাই) এইভাবে, (e.g. I: অথবা H: )
=> তারপর টাইপ করব, attrib -s -h *.* /s /d
বড়জোর ৫ সেকঃ অপেক্ষা করলে আরেকটা নতুন লাইন যখন দেখাবে, তখন বুঝতে হবে আমাদের কাজ সম্পন্ন হয়েছে।
এটি আমার প্রথম পোষ্ট, এই পোষ্ট যদি আগে প্রকাশিত হয়ে থাকে এবং ভুল ত্রুটি থাকলে নিজ গুনে ক্ষমা করবেন।

=> start মেন্যু থেকে run-এ গিয়ে cmd টাইপ করতে হবে।
=> তারপর টাইপ করতে হবে ড্রাইভের নাম (যে ড্রাইভের ফাইল রিকভারী করতে চাই) এইভাবে, (e.g. I: অথবা H: )
=> তারপর টাইপ করব, attrib -s -h *.* /s /d
বড়জোর ৫ সেকঃ অপেক্ষা করলে আরেকটা নতুন লাইন যখন দেখাবে, তখন বুঝতে হবে আমাদের কাজ সম্পন্ন হয়েছে।
এটি আমার প্রথম পোষ্ট, এই পোষ্ট যদি আগে প্রকাশিত হয়ে থাকে এবং ভুল ত্রুটি থাকলে নিজ গুনে ক্ষমা করবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন