যারা ডেস্কটপ কম্পিউটার ব্যাবহার করেন তাদের বেশির ভাগই ইউপিএস ব্যাবহার করেন । তবে মাঝে মাঝে চার্জ না থাকায় অনেক সময় কম্পিউটার বন্ধ হয়ে যায় । তাই কম্পিউটারের পাওয়ার সেভ করার জন্য MonPwr সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন । এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এর মনিটরের পাওয়ার বন্ধ করা যায় ।
এটা শুধু ডেস্কটপ নয় ল্যাপটপ এর জন্যও উপকারি । কারন ল্যাপটপের মধ্যে মনিটরের পাওয়ার অফ করার কোন বাটন থাকেনা ।এতে আরো ফিচার আছে যেমন আপনার শিডিউল অনুযায়ী মনিটর বন্ধ , টাইমার,এক্সপি_ভিস্তা মুডস ইত্যাদি ।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে সফটওয়্যার টি ফ্রীওয়্যার এবং ১৭৬ কেবি মাত্র ।
ডাউনলোড লিঙ্কঃ MonPwr ধন্যবাদ সবাইকে।
 
Top