সুন্দর
একটি সফটওয়্যার এর নাম আজ আপনাদের জানাচ্ছি, যা দিয়ে আপনার কম্পিউটারের
র্যাম কে পরিস্কার করে কম্পিউটারকে রাখবে গতিময়তায়। হা বন্ধুরা সফটটির নাম
হচ্ছে CyberLat-RAM-Cleaner-2.3.32-Portable নিশ্চয় নাম দেখেই বুঝে গেছেন পোর্টেবল ভার্সন। ইন্সটলের কোন ঝামেলা নেই। এখান থেকে ডাউনলোড করুন এবং CyberLat-RAM-Cleaner-2.3.32-Portable এতে ডাবল ক্লিক করুন ও টাস্কবার আইকনে বাম ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে
এবার Free RAM এ ক্লিক দিয়ে আপনি আপনার কম্পিউটারে কত সাইজের র্যাম ব্যবহার করছেন তার একটি আনুমানিক সাইজ সিলেক্ট করে নিন এবং এর পর Improve my RAM Now ক্লিক দিন দেখুন সুন্দর ভাবে র্যাম পরিস্কার হয়ে গেছে এবং কিছুটা হলেও কম্পিউটারের গতি বেড়ে যাবে। কাজ শেষ হলে Esc চেপে বের হয়ে আসুন। তাহলে বন্ধুরা পরীক্ষা করে দেখুন কেমন সফটওয়্যারটি। ভাল লাগলে অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না।
Home
»
»Unlabelled
» ছোট একটি সফট এর সাহায্যে র্যাম পরিস্কার করে কম্পিউটারের গতিকে ঠিক রাখুন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন