############মশার উপদ্রব বেড়ে গেছে। তাহলে নিন **কোপা সামসু** মশার কয়েল#############
KOPA SAMSU ANTI MOSQUITO COIL
কি জামাই, এই রাতে? দিমু নাকি একখান?বার বার আসনের সময় নাই পুরা প্যাকেট দেন।
হ্যা আমরা সবাই টেলিভিশনের এই এ্যাডটির সাথে পরিচিত।
সবাই কে মিস্টি শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্যতিক্রমধর্মী পোস্ট লিখলাম। আজকাল দেখা যায় বাজারে যে সব মশার কয়েল পাওয়া যায় তা দিয়ে মশা মারা তো ভাল তাড়ানো যায় না্। আমি আপনাদের সেই সমস্যার ছোট্ট একটা সমাধান দিবো আমার এই কোপা সামসু কয়েল এর মাধ্যমে মাধ্যমে।
এই কয়েলের কিছু সুবিধা জেনে নেই:
* ধোয়াবিহীন
* সাস্থ্যকর
* আগুন ধরাতে হবে না
* চোখ জ্বালা করবে না
* কিনতে টাকা লাগবে না
* শুধু মাত্র হাতের কাছে একটা কম্পিউটার থাকলেই হবে।
ঠিক আছে প্রিয় পাঠকরা আর লেট করাবো না।
প্রথমে কয়েলটি ডাউনলোড করুন এইখান থেকে। #*#***কোপা সামসু মশার কয়েল#*#*####
কয়েলটির ওজন মাত্র ২.৮৯ মেগাবাইট।
ডাউনলোড হবার পর ফাইলটিকে আপনার কম্পিউটারে রেখে মাউস দিয়ে ডাবল ক্লিক করুন। ইন্সটল প্রক্রিয়া শুরু হবে। ইন্সটল শেষ হবার পর দেখবেন যে ডেস্কটপে Kp antimosquito যে আইকনটি আসবে তাতে ডাবল ক্লিক করুন। ডেস্কটপের নিচে টাস্কবারের একদম বাম পাশে দেখবেন এর আইকন আসবে। সেখানে মাউস এর রাইট ক্লিক করে show তে ক্লিক করুন্। এই রকম একটা ছবি আসবে।
উপরের ছবির বাম পাশে যে লাল এ্যারো চিন্হ আছে, এটি আপ ডাউন করে আপনি ফ্রিকোয়েন্সি আপ ডাউন (১২-২২ কিলো হার্জ এর মধ্যে) করতে পারবেন। এই শব্দের আপডাউনের মধ্যেই নির্ভর করবে এই সফটওয়্যারের যাদুকারীতা। এটি একটু কেয়ারফুললী করবেন। দেখবেন যে কত তে রাখলে আপনার রুমের মশা ঠিক মত পালনোর পথ পাবে না।
এর পর ডান পাশে সবুজ তীর চিন্হে status এ যদি online এ সিলেক্ট করে রাখুন তাহলে শব্দ হওয়া শুরু হবে। আর যদি offline রাখেন তাহলে শব্দ হবে না।
এর পর কালো তীর চিন্হে ফ্রিকোয়েন্সি দেয়া আছে। এটি আপনি অটো বা ম্যানুয়াল এ রাখতে পারবেন।
তো ইনজয় করুন KP কোম্পানীর কোপা সামসু মশার কয়েল।
সবাই ভাল থাকবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন