কম্পিউটারের ড্রাইভের সংখ্যা বাড়ান-কমান, আকার ছোট-বড় করুন (ইচ্ছামতো)

march 02-2012
By Sharfaraz Bappy


প্রথমে ডাউনলোড করে নিন “EASE US Partition Master” সফটওয়্যার টা ।
http://download.cnet.com/EaseUS-Partition-Master-Home-Edition/3000-2248_4-10863346.html
( মাত্র ১১.৪ এমবি )
ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার টা ইনস্টল করুন । ইনস্টল হয়ে গেলে নিচের ছবির মতো আসবে ==>











এখানে আপনার নামের ১ম অংশ, ২য় অংশ এবং ইমেইল ঠিকানা দিন । ভুয়া দিলেও চলবে । এবার “Finish” বাটনে চাপ দিন । তাহলে নিচের ছবির
মতো আসবে…


এখন “Go to main screen” এ ক্লিক করুন । তাহলে নিচের ছবির মতো আপনার কম্পিউটারের ড্রাইভগুলো দেখা যাবে…



এই সফটওয়্যার থেকে আপনারা যা কিছু করতে পারবেন ==>

১। ড্রাইভের আকার ছোট-বড় করতে পারবেন । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বাম অংশের  “Resize/Move partition”  এ ক্লিক করুন ।



২। ড্রাইভ কপি করতে পারবেন । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বাম অংশের  “Copy partition”  এ ক্লিক করুন ।


৩। দুই বা ততোধিক ড্রাইভ একত্র করতে পারবেন । এই জন্য স্ক্রিনের বাম অংশের  “Merge partition”  এ ক্লিক করুন । এরপর যে যে ড্রাইভ একত্র
করতে চান  সেগুলো সিলেক্ট করুন ।  “Ok” বাটনে চাপ দিন ।


৪। ড্রাইভের ধরন পাল্টাতে পারবেন । উল্লেখ্য, ২ ধরনের ড্রাইভ থাকে । *Primary * Logical । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বাম অংশের
“Convert to XXXX”  এ ক্লিক করুন ।


৫। ড্রাইভের  নাম পরিবর্তন করতে পারবেন । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বাম অংশের ”Change label”  এ ক্লিক করুন ।



৬। ড্রাইভের লেটার ( যেমন : C,D,E ) পরিবর্তন করুন । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বাম অংশের ”Change drive letter”  এ ক্লিক করুন ।



৭। ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করুন । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বাম অংশের ”Defragment”  এ ক্লিক করুন ।


৮। ড্রাইভ হাইড করুন । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বাম অংশের ”Hide partition”  এ ক্লিক করুন ।


৯। ড্রাইভ ডিলিট করে দিন । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বাম অংশের ”Delete partition”  এ ক্লিক করুন ।


১০। ড্রাইভ ফরম্যাট করে দিন । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বাম অংশের ”Format partition”  এ ক্লিক করুন ।


১১। ড্রাইভের প্রোপারটিস দেখুন । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বাম অংশের ”View properties”  এ ক্লিক করুন ।



১২। আপনার ড্রাইভে পাসওয়ার্ড দিন । এই জন্য ড্রাইভ সিলেক্ট করে  স্ক্রিনের বামের উপরের অংশের ”General”  এ ক্লিক করুন এবং “Set
password” এ চাপ দিন ।


 যা হবে না ==>
আপনার ড্রাইভে থাকা কোনো কিছুর গায়ে ফুলের আঁচরও পড়বে না ।
।।। কোনো সমস্যায় পড়লে কমেন্টে জানান ।।।


পোষ্টটি লিখেছেন: Sharfaraz Bappy

 
Top