Acronis দিয়ে ৫ মিনিটে Win XP সহ সকল প্রোগ্রাম সেটআপ দিন।

মার্চ 3, 2012
By : Sharafraz B@ppy
প্রথম ধাপঃ বুটেবল সিডি অথবা পেনড্রাইভ তৈরি।
Acronis True Image Home-2010 Setup করার পর..
1.Start-Program-Acronis- Acronis True Image Home-Bootable Rescue Media Builder এ ক্লিক করুন।
2. Next এ ক্লিক করুন।
3. আবারও Next এ ক্লিক করুন।
4. এবার বাম পাশের ঘর থেকে Acronis True Image Home(Full Version) এর বাম পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে দিন।
5. Next এ ক্লিক করুন।
6.  আবারও Next এ ক্লিক করুন।
7. আপনি সিডিকে বুটেবল করতে চাইলে CD-Raw তে ক্লিক করুন আর পেন ড্রাইভকে বুটেবল করতে চাইলে Remobable disk Select করে Next এ ক্লিক করুন।
8. এবার Proceed এ ক্লিক করুন।
কিছু ক্ষণের মধ্যে বুটেবল সিডি/পেন ড্রাইভ তৈরি হয়ে যাবে।
দ্বিতীয় ধাপঃ উইন্ডোজ সেট আপ
১.পুরাতন উইন্ডোজ সেট আপ থাকলে নতুন করে উইন্ডোজ সেট আপ করে নিন।
২. প্রয়োজনীয় সকল সফট ওয়ার সেটআপ দিন।
৩. এন্টি ভাইরাস আপডেট দিন
৪. মনের ভুলেও মাদার Board এর সিডি দিয়ে সাউন্ড বা ভিজিএ সেটআপ দিবেন না। কারণ দরকার হলে আপনার তৈরিকৃত উইন্ডোজটি অন্য বন্ধুকে পেন ড্রাইভকে দিয়ে সেটআপ দিয়ে দিবেন। ফলে তার মাদার Board আর আপনার মাদার Board এক না ও হতে পারে।
তৃতীয় ধাপঃ কিভাবে উইন্ডোজসহ সকল Program ব্যাকআপ দিবেন
১.প্রথামে Start-Program থেকে Acronis True Image Home-2010 রান করুন।
২. Backup Option এ ক্লিক করুন।
৩. Disk and Partition Backup এ ক্লিক করুন।
৪. আপনার যে ড্রাইভে উইন্ডোজসহ ইনৈষ্টল করা আছে সেই ড্রাইভ সিলেক্ট করুন। অর্থাৎ বাম পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে দিন।
৫. তারপর Next দিন।
৬. তারপর Browse এ ক্লিক করুন।
৭. তারপর বাম পাশ থেকে My Computer এ ডবল ক্লিক করে ডান পাশের ঘর থেকে C এবং CD/DVD Drive বাদে অন্য যে কোন Drive এর উপর ডবল ক্লিক করুন।
৮. এরপর Generate Name এ ক্লিক করুন।
৯. এর পর Ok দিন।
১০. তারপর Next দিন।
১১. এবার Proceed এ ক্লিক করুন।
কিছুক্ষণ পরেই Backup শুরু হয়ে যাবে। Ram,Processor এবং Hard disk ভাল মানের থাকলে ১০ মিনিটের মধ্যে Backup শেষ হয়ে যাবে।
এথন ঐ Backup.tib ফাইলটি আপনার বন্ধুর জন্য উইন্ডোজ সেটআপ দিতে ব্যবহার করবেন। এ জন্য আপনি যে বুটেবল পেন ড্রাইভটি তৈরি করেছেন ঐ Backup.tib ফাইলটি কপি করে পেন ড্রাইভ এ নিয়ে আসুন। অন্য কোন ফাইল পেন ড্রাইভ এ রাখবেন না। পেন ড্রাইভটিতে ডবল ক্লিক করে দেখুন বুটেবল করার পর অনেকগুলো ফোল্ডার তৈরি হয়েছে। কোন কিছুই মুছবেন না।
এটা তো তৈরি করলেন আপনার বন্ধূদের জন্য
কিন্তু আপনি আপনার মাদার বোর্ড এর সিডি দিয়ে ভিজিএ এবং সাউন্ড সেটআপ দেন। এরপর আবার আগের প্রক্রিয়ায় আর একটি ব্যাকআপ আপনার নিজের জন্য তৈরি করুন। আপনার পিসির উইন্ডোজ নষ্ট হলে আপনি ঐ ব্যাকআপ থেকে আবার রিস্টোর করে নিবেন। সেময় আপনার পিসিতে কিছুই সেটআপ দেয়া লাগবেনা। নতুন হয়ে যাবে।
ব্যাকআপ রিস্টোর করা। (আপনার পিসির বেলায়)
ব্যাকআপ রিস্টোর দুইভাবে করা যায়
১.নিজের জন্য (নিজের পিসির যে ড্রাইভে ব্যাকআপ রেখেছেন সেই ড্রাইভ থেকে)
২. বন্ধুর জন্য(পেন ড্রাইভ দিয়ে)
৩.প্রথমে সিডি/ডিভিডি/পেন ড্রাইভ প্রবেশ করান
৪.তারপর বায়াস এ ঢুকে সিডি/ডিভিডি/পেন ড্রাইভকে First bootable হিসেবে চিনিয়ে দিন।
৫.দেখুন Acronis True Image Home 2010 চালু হয়েছে।
৬.বাম পাশে থেকে Recover এ ক্লিক করুন।
৭. ডান পাশ থেকে Disk Recovery তে ক্লিক করুন।
৮. Browse এ ক্লিক করুন।
৯. যে ড্রাইভে উইন্ডোজ ব্যাকআপ সেই ড্রাইভ খুজে বের করুন আর সেটিতে ডবল ক্লিক করুন।
১০.ডান পাশের ঘর থেকে আপনার ব্যাকআপ ফাইলটিতে ডবল ক্লিক করে ওপেন করে সিলেক্ট করুন। তারপর Ok দিন।
১১. Next এ ক্লিক করুন।
১২. C Drive এর বাম পাশে টিক চিহ্ন দিয়ে দিন।
১৩. এরপর Next দিন।
১৪. এবার Proceed দিন। রিস্টোর হলে সাকসেস মেসেজ আসবে। তারপর ওকে দিন। এরপর উইন্ডোজ Restart হবে। সিডি বা পেন প্রাইভ বের করে ফেলুন।
পরে বায়াস এ গিয়ে বুট পরিবর্তন করে দিন।
নিচে Acronis True Image Home-2010 ও 2011 এর সিরিয়াল কী দিয়ে দিলাম
১.2010 এর জন্য Link
2010 link here
১.2011 এর জন্য Link
2011 serial link here
2011 serial here
 
Top