আমরা প্রয়োজনে বা আপ্রয়োজনে অনেক ছবি তুলে থাকি। অনেক সময় দেখা যায় ছবি ঘোলা আসে বা মোবাইলে ছবি তোলার কারনে ছবিটা অত পরিস্কার না। আর এই ঘোলা ছবিকে অপটিমাইজ করে পরিস্কার ও আরও আকর্ষনীয় করে তুলতে আমার আজকের পোষ্ট। 
Ashampoo Photo Optimizer নামের এই ছোট সফটওয়্যার দিয়ে খুব সহজেই ঘোলা ছবি পরিস্কার করা যায়। অন্ধকারে তোলা ছবিও পরিস্কার করতে পারে। এটা ব্যবহার করা খুব সহজ। তাই আর বিস্তারিত বললাম না।

ডাউনলোড লিঙ্কঃ  Download Here




আশা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
 
Top