কম্পিউটারে পেনড্রাইভ ব্যবহারের দরুন ভাইরাস আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে। পেনড্রাইভ সাধারণত কম্পিউটারে সংযোগ দেয়ার সাথে সাথে অটোরান হয় এবং এর ফলে পেনড্রাইভে থাকা ভাইরাস কম্পিউটারে ছড়িয়ে পড়ে। এজন্য অটোরান বন্ধ রাখুন। এজন্য স্টার্ট মেনু থেকে রান এ গিয়ে gpedit.msc লিখে enter দিন। গ্রুপ পলিসি এডিটর নামক যে উইন্ডোটি আসবে সেখানে computer configuration > Administrative templates > system এ যান। এবার Turn off Autoplay তে ক্লিক করুন এবং সব ড্রাইভের অটোরান বন্ধ করতে All drives নির্বাচন করে Enable করুন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন